তিন মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক করতে চায় ইসরায়েল

ইমান২৪.কম: ইসরায়েল দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়। সিঙ্গাপুরে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম দেশগুলো হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই।

প্রসঙ্গত, গত মে মাসে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল যে নৃশংস হামলা চালিয়েছিল তার তীব্র নিন্দা জানিয়েছিল এই তিন দেশ। সিঙ্গাপুরে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত সাগি কারনি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তিন মুসলিম দেশের নেতাদের সমালোচনা ‘সৎ নয়’ এবং ‘সংঘাতের সত্যিকারের ধরণ’ তারা এড়িয়ে গেছেন।

ইসরায়েলের সংঘাত হামাসের সঙ্গে, ফিলিস্তিনি জনগণের সঙ্গে নয় বলে দাবি করেন তিনি। সাগি আরও বলেন, ‘হামাস হচ্ছে ইহুদিবিরোধী সংগঠন… আমি নিশ্চিত নই যে, সামাজিক যোগাযোগমাধ্যমে অধিকাংশ মানুষ যেসব বিতর্কে জড়াচ্ছে তারা সত্যিকারার্থে হামাসের মৌলবাদী ও ফ্যাসিস্ট চরিত্রটি বোঝে কিনা।’

মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনে ইসরায়েলের আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা আলোচনা করতে আগ্রহী, বৈঠক করতে আগ্রহী এবং আমরা যতদূর জানি দরজা খোলা আছে। আমি মনে করি না যে, আমাদের খুঁজে পাওয়া খুব কষ্টকর।’

ফেসবুকে লাইক দিন