তালেবান ক্ষমতা দখল করলে আফগান সীমান্ত বন্ধ করে দেয়ার ঘোষণা ইমরানের

ইমান২৪.কম: আফগানিস্তানে যদি তালেবান ক্ষমতা দখল করে তাহলে দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, আফগানিস্তান হচ্ছে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্ত হওয়ার একমাত্র রাস্তা। তাই তালেবানকে শান্তির পথে আনতে সর্বোচ্চ চেষ্টা করবে পাকিস্তান।

খবরে বলা হয়, তালেবানকে অর্থনৈতিক ও অন্যান্য সাহায্য দেয়ার জন্য পাকিস্তানকে দায়ি করা হয়। এ কারণে এফএটিএফের ধূসর তালিকা থেকে বের হতে পারছে না পাকিস্তান। ফলে বিদেশি বিনিয়োগ ও বাণিজ্যে বড় ধরণের ক্ষতির মুখে রয়েছে দেশটি। পাকিস্তান এখন এই তালিকা থেকে বের হতে উঠে পরে লেগেছে। সূত্র : আফগানিস্তান টাইমস

ফেসবুকে লাইক দিন