তালেবানদের ভয়ে তাজিকিস্তান পালাচ্ছে আফগান বাহিনী

ইমান২৪.কম: আফগানিস্তানের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলাগুলো নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। ফলে আফগানিস্তানের মার্কিন মদদপুষ্ট সরকারি বাহিনীর অনেকেই পার্শ্ববর্তী দেশ তাজিকিস্তানে পালিয়ে গেছে বলে তাজিকিস্তানের জাতীয় নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার (৪ জুলাই ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে তাজিকিস্তানের জাতীয় নিরাপত্তা বিভাগ।

বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে তিন শতাধিক আফগান সেনা তাজিকিস্তানে প্রবেশ করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত মে মাস থেকে আফগানিস্তানে থাকা সেনা প্রত্যাহার শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই আফগানিস্তানের প্রত্যন্ত এলাকা নিয়ন্ত্রণ নিতে শুরু করে তালেবান এরইমধ্যে আফগানিস্তানের ৪২১ জেলার প্রায় এক-তৃতীয়াংশ নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা।

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের জেলাগুলো কোনো রকম লড়াই ছাড়াই নিয়ন্ত্রণ নিয়েছ বলে জানিয়েছেন প্রাদেশিক কাউন্সিল সদস্য মহিব-উল-রাহমান।

ফেসবুকে লাইক দিন