তারেক রহমান মনোনয়ন প্রার্থীদের কাছে কী জানতে চেয়েছেন?

ইমান২৪.কম: আগামী নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে বিএনপি গত চারদিন ধরে প্রায় সাড়ে চার হাজার প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছে। এ প্রক্রিয়ায় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন তারেক রহমান।

মনোনয়ন প্রার্থীদের কাছে কি জানতে চেয়েছেন তারেক রহমান?

সাক্ষাৎকার প্রক্রিয়ায় অংশ নেয়া নেতারা জানিয়েছেন, তারেক রহমান প্রধানত একটি বিষয়ের ওপর জোর দিয়েছেন – যেহেতু মনোনয়ন প্রার্থী অনেক, কিন্তু পাবেন মাত্র একজন, তাই বাকিরা ভোটের সময় সব ভুলে গিয়ে তার পক্ষে কাজ করবেন কিনা। খবর- বিবিসির।

এবার হাতে সময় কম থাকাসহ নানা রাজনৈতিক ব্যস্ততায় প্রার্থীদের আলাদাভাবে না ডেকে আসনওয়ারী সব প্রার্থীকে একযোগে ডাকা হয়েছিলো মনোনয়ন বোর্ডের সামনে।

সাক্ষাৎকারে প্রার্থীদের সাথে এ সময় আলাদাভাবে কিংবা একসাথেই কথা বলেছেন তারেক রহমান।

সাক্ষাৎকার পর্বে প্রার্থীদের কাছে আসলে কি জানতে চেয়েছেন রহমান? এমন প্রশ্নের জবাবে দলটির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক কুদ্দুসুর রহমান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের সাথে আলাদা করে কিছু বলেননি। ‘তবে সবার উদ্দেশ্যে নির্দেশনা দিয়েছেন, যাতে আমরা একযোগে দলের স্বার্থে কাজ করি’ ।

দক্ষিণাঞ্চলেরই অপর একটি আসনের একজন মনোনয়ন প্রত্যাশী বলেন তারা একযোগে কয়েকজন সাক্ষাৎকার দিয়েছেন।

ওই সাক্ষাৎকারে তারেক রহমান তাদের উদ্দেশ্যে বলেন, ‘এক এলাকায় আপনারা অনেকে আছেন। সবাইকে তো মনোনয়ন দেয়া যাবে না। আমরা যাকে দেবো সেটা মেনে আপনারা দলের এ দুঃসময়ে ধানের শীষের জন্য একযোগে কাজ করবেন কি-না’?

তারেক রহমানের প্রশ্নের জবাবে মনোনয়ন প্রত্যাশীরা একযোগে বলেন ‘হ্যাঁ, তারা মনোনয়ন না পেলেও দলের জন্য কাজ করবেন।’ এটা শুনে তারেক রহমান বলেন, আপনারা কি আমাকে ওয়াদা দিচ্ছেন?

-মনোনয়ন প্রত্যাশীরা বলেন, ‘হ্যাঁ ওয়াদা দিচ্ছি’।

সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি এবারও মনোনয়ন চাইছেন। সাক্ষাৎকারও দিয়েছেন। তিনি বলছেন, ‘এবার পরিস্থিতি ভিন্ন বিএনপির জন্য। আমরা একযোগেই গিয়েছিলাম সাক্ষাৎকার পর্বে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কথা দিয়েছি মনোনয়ন যাকেই দেয়া হোক – আমরা একযোগেই কাজ করবো’।

৩০ ডিসেম্বরের আগে ওয়াজ-মাহফিলের নিষেধাজ্ঞা আরোপ করেছে (ইসি)

মনোনয়ন প্রার্থীরা জানান, তারেক রহমান মূলত নির্দেশনামূলক বক্তব্য দেয়ার পাশাপাশি সবার কাছ থেকে দলীয় প্রার্থীর জন্য কাজ করার প্রতিশ্রুতি আদায় করেন। এ ছাড়া মনোনয়নপ্রার্থীদের কাছে দলের পরিস্থিতি ব্যাখ্যা করেন।

দলের চেয়ারপার্সন জেলে, তিনি নিজে দেশের বাইরে, সরকারের অধীনে নির্বাচন -এমন সব পরিস্থিতি ব্যাখ্যা করে তারেক রহমান সবার কাছেই একটি প্রশ্ন করেছেন, ‘দল থেকে একজনকে মনোনয়ন দেয়া হলে তা মেনে নিয়ে সবাই কাজ করবেন কি-না’, এবং এ ব্যাপারে সবার কাছ থেকে ওয়াদা আদায় করেছেন।

ঢাকা জেলার একজন মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা বলেন, যারা সাক্ষাৎকার দিয়েছেন তারা প্রায় সবাই আবেগাপ্লুত ছিলেন তাকে দেখে ও তার কথা শুনে। ‘ওনার কথার পর আসলে ব্যক্তিগত চাওয়া-পাওয়ার আর কোনো প্রশ্ন আসেনি কারও মধ্যে’।

নেত্রকোণার একটি আসন থেকে মনোনয়ন প্রার্থী আরিফা জেসমিন বলেন, ‘তারা একযোগেই সাক্ষাৎকার দিয়েছেন ও নির্বাচনে দলের জয় নিশ্চিত করতে তারেক রহমানের কাছে একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন’।

সাক্ষাৎকার দেয়া একজন জানিয়েছেন, শুরুতেই তারেক রহমান তাদের জিজ্ঞেস করেন- ‘আপনারা কেমন আছেন’। জবাবে মনোনয়ন প্রত্যাশী একজন বলেন-‘আমরা ভালো নেই’। এরপর তারেক রহমান জানতে চান- কেন ভালো নেই।

উত্তরে মনোনয়ন প্রত্যাশী একজন বলেন, ‘দেশে গণতন্ত্র নেই, মাদার অফ ডেমোক্রেসি (খালেদা জিয়া) জেলে। এসব কারণেই আমরা ভালো নেই’।

তখন তারেক রহমান বলেন – আপনারা কি পারবেন না এ অবস্থার পরিবর্তন করতে? আপনারা কি মায়ের জন্য পারবেন না? নিজের মায়ের জন্য হলে কি করতেন? সেটি কি করবেন আপনারা?

জবাবে মনোনয়ন প্রত্যাশীরা বলেন, -আমরা পারবো।

এরপর তারেক রহমান বলেন, এটি পারতে হলে কি করতে হবে? এটি কি কারও একার দ্বারা সম্ভব? আপনারা সবাই নমিনেশন চান কিন্তু আমরা তো একজনকে দিতে পারবো। সেটি কি আপনারা মেনে দলকে বিজয়ী করতে একযোগে কাজ করবেন?

উত্তরে সবাই তারেক রহমানকে নিশ্চয়তা দেন যে তারা একযোগে কাজ করবেন। প্রসঙ্গত এবার বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহীদের মাঝে চার হাজার ৫৮০টি দলীয় মনোনয়নপত্র বিক্রি করেছে দলটি।

আরও পড়ুন: নেত্রী একটু সবুজ সংকেত দিলেই, বিএনপির নেতা-কর্মীদের ঢল নামবে

ইন্টারনেট ও স্কাইপ বন্ধ করেও ঠেকানো গেল না তারেক রহমানকে

শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব, প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিব: মির্জা ফখরুল

গ্রেনেড হামলায় নিহত আ.লীগের অর্থমন্ত্রী এএমএস কিবরিয়ার ছেলে ধানের শীষে নির্বাচন করবেন

ফেসবুকে লাইক দিন