তরুণ ইসলামিক বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান সহ ৪ জন নিখোঁজ
ইমান২৪.কম: গত বৃহস্পতিবার থেকে তরুণ ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানকে পাওয়া যাচ্ছে না। জানা গেছে, বৃহস্পতিবার রাতে রংপুর থেকে ঢাকা ফেরার পথে দুইসফরসঙ্গী ও ড্রাইভারসহ ৪ জন নিখোঁজ হয়।
আবু ত্বহা মোহাম্মদ আদনান এজন তরুণ ইসলামিক বক্তা। তিনি বেশিরভাগ বয়ান দাজ্জাল ও ভবিষ্যত পৃথিবী নিয়ে করে থাকেন। তিনি ২০১৮ সালে আলোকিত জ্ঞানী প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হন।
আরো পড়ুন>> রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় নতুন করে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুন) সকাল ৮টা থেকে আজ রোববার (১৩ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যে ১৩ জনের মৃত্যু হয়েছে তারমধ্যে রাজশাহীর ২, চাঁপাইনবাবগঞ্জের ৬, নওগাঁ ৩ এবং নাটোর ও কুষ্টিয়ার ১ জন করে মারা গিয়েছেন। তিনি আরও জানান, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের পরীক্ষা হয়েছে ৩৪১ জনের আর শনাক্ত হয়েছে ১৮৩ জনের।
পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৩.৬৬ শতাংশ। এদিকে রাজশাহী মহানগরীতে চলছে সর্বাত্মক লকডাউন। যা আগামী ১৭ তারিখ মধ্যরাত পর্যন্ত চলবে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সেখানকার মানুষ। এ সর্বাত্মক লকডাউনে আমসহ কৃষিজাত পণ্য পরিবহন ও জরুরি সেবা পরিবহন ছাড়া দূরপাল্লার বাস, স্থানীয় গণপরিবহন ও রাজশাহী রেল স্টেশন থেকে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।