ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অসহায়দের মাঝে খাবার পৌছে দিচ্ছে ‘সৃষ্টির সেবা ফাউন্ডেশন’

ইমান২৪.কম: পুরো দেশ লকডাউন, অসহায় দিনমজুরদের কাজ বন্ধ। যাদের একদিন কাজ করতে না পারলে খাবার জুটে না এমন মানুষের সংখ্যা অনেক। এই পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে খাবার বিতরণ করে চলছে ‘সৃষ্টির সেবা ফাউন্ডেশন’। পুরো লকডাউনজুড়েই তারা অসহায় ও দরিদ্র মানুষের পাশে আছে।

গত ১৮ই এপ্রিল তেজগাঁও নাবিস্কো মোড়ে সৃষ্টির সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ৮০০ দুস্থ, অসহায় মানুষদের জন্য রান্না হয়। এতে উপস্থিত ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত ওসি জনাব কাজী শরিফুল ইসলাম। রাতে তেজগাঁও থানার প্রটেকশনে ঢাকার বিভিন্ন অলিতে, গলিতে মানুষগুলোর মাঝে খাবার পৌঁছে দেয় সৃষ্টির সেবা ফাউন্ডেশন।

সৃষ্টির সেবা ফাউন্ডেশন থেকে জানা যায়, গত ২৭ মার্চ থেকে পল্টন থানা, মতিঝিল থানা ও তেজগাঁও থানাকে সাথে নিয়ে টানা ৮ দিন ঢাকার বিভিন্ন প্রান্তে তারা খাবার বিতরণ করে। প্রতিদিন রান্না হয়েছে চারশো পথশিশু, দিনমজুর ও ভিক্ষুক ভাই ও বোনেদের জন্য।

প্রতিদিনের এই বিশাল রান্নার শেফ ছিলেন খোদ সেগুনবাগিচা পররাষ্ট্রমন্ত্রনালয় জামে মাসজিদের সম্মানিত ইমাম ও খতিব, সংস্থার সহ-সভাপতি মাওলানা ইবরাহিম খলিল ছাহেব দাঃবাঃ। তেজগাঁও থানার এসিটেন্ট পুলিশ কমিশনার মইনুল ইসলামের সাথে যৌথ উদ্দ্যোগে একদিনে ১০০০ অসহায়দের মাঝে তারা খাবার রান্না করে বিতরণ করে।

এছাড়াও ঢাকার বাইরে, কাঁচপুর, কুড়িগ্রাম, সিলেটে তারা অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে খাবার বিতরণ করেছে।

কাঁচপুর বয়স্ক মাদরাসা তালিমুল কোরআনের মুহাতামিম মাওলার সোহেল সাহেবের নেতৃর্ত্বে ৮৫০ কেজি চাল এবং সাথে ডাল, আলু, পেঁয়াজ, তেল অসহায় পরিবারদের মাঝে বিতরণ হয়েছে। কুড়িগ্রাম ও সিলেটে কিছু হিন্দু অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সৃষ্টির সেবা ফাউন্ডেশন।

এদিকে এই লকডাউনে বেতন না পাওয়া অসহায় আলেমদের খোঁজ নিয়ে তাদের মাঝে গোপনে নগদ অর্থ বিতরণ চলছে সৃষ্টির সেবা ফাউন্ডেশনের।

ফেসবুকে লাইক দিন