ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বাসের চাপায় পথচারী নিহত

ইমান২৪.কম: মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন পথচারী নিহত হয়েছে।

নিহত পথচারীর নাম মো.শাহ্ আলম(৫৫)। সে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সাদুল্লাহপুর গ্রামের মৃত.জমির আলী প্রধানের ছেলে।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল উদ্দিন জানান, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ভবেরচর বাসষ্টান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রাম মুখি মুরাদনগর এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস(ঢাকা মেট্রো-ব-১৫-৬৯২৩)তাকে চাপা দেয়।

পরে উপস্থিত অন্যান্য পথচারীরা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় ঘাতক চালক ও বাসটি আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

ফেসবুকে লাইক দিন