টেকনাফে রাস্তার পাশে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ
ইমান২৪.কম: কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলীয় এলাকা থেকে বেলাল আহমদ (৩০) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নুর আহমদের ছেলে।
আজ শুক্রবার সকালে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, শুক্রবার সকালে স্থানীয়রা ওই এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে । পরে লাশটি শনাক্ত করা হয়। পুলিশের ধারণা, ইয়াবা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। লাশটির ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।