চীনের আক্রমণে দিশেহারা ভারত, আবারো উচ্চ পর্যায়ের বৈঠকে মোদী
ইমান২৪.কম: চীনের সেনাবাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়েছে ভারতীয় সেনাবাহিনীর এক অফিসার ও দুই জওয়ান। এরপর পরই তিন বাহিনীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন রাজনাথ সিং।
চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনার আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিকে, বিকেল তিনটে থেকে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে প্রধানমন্ত্রীর দফতরে। মোদীর নেতৃত্বে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
যেখানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ মন্ত্রকের একাধিক আধিকারিকদের থাকার কথা রয়েছে। থাকতে পারেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও। এছাড়াও সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকরা।
আরো পড়ুন>> ATM না ছুঁয়েই টাকা তোলা যাবে!
ATM বার বার স্যানিটাইজার করা সম্ভব নয়। মেশিন না ছুঁয়ে এটিএম থেকে টাকা তোলাও যাবে না। ফলে টাকা তোলার পরও করোনা সংক্রমণের একটা ঝুঁকি থেকেই যায়! তবে এ বার না ছুঁয়েই এটিএম থেকে টাকা তোলা যাবে, এড়ানো যাবে করোনা সংক্রমণের ঝুঁকি! আপাতত নতুন পদ্ধতির ট্রায়াল চলছে ভারতের বেশ কিছু এটিএম-এ।
এজিএসটিটিএল- নামের একটি বেসরকারি সংস্থা বিশেষ সফ্টওয়্যার কাজে লাগিয়ে স্মার্টফোনের সাহায্যেই না ছুঁয়েই এটিএম থেকে টাকা তোলার নতুন উপায় নিয়ে হাজির হয়েছে। সংস্থা জানিয়েছে, এর জন্য এটিএম মেশিন পাল্টাতে হতে না।
শুধু এটিএম-এর সফ্টওয়্যার আপডেট করলেই হবে। এটিএম-এর সফ্টওয়্যার আপডেট করানোর পর এই পদ্ধতিতে টাকা তুলতে গেলে মেশিনের স্ক্রিনে ফুটে ওঠা কিউআর কোড ব্যাঙ্কের মোবাইল অ্যাপ ব্যবহার করে স্ক্যান করতে হবে। তারপর প্রয়োজনীয় অর্থ স্মার্টফোন থেকেই সংখ্যায় লিখে ট্রানজেকশন নিশ্চিত করতে ‘এমপিন’ ব্যবহার করতে হবে।
এরপরই এটিএম থেকে বেরিয়ে আসবে টাকা। এজিএসটিটিএল সংস্থার চেয়ারম্যান, এমডি রবি গোয়েল জানান, করোনার আবহে ডিজিটাল লেনদেন বাড়লেও এখনও যথেষ্ট পরিমাণে নগদ লেনদেন হয় ভারতে।
কিউআর কোড স্ক্যান করে না ছুঁয়েই এটিএম থেকে টাকা তোলা গেলে করোনা সংক্রমণের ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব। সূত্র: জি নিউজ।