টাঙ্গাইলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

ইমান২৪.কম: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিমান বাহিনীর ‘টেলকি ফায়ারিং জোনে’ একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে প্রশিক্ষণ বিমানটির দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাবেক মধুপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জস্টিনা নখরেট।

আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবীর বলেন, বিধ্বস্ত বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

মধুপুর থানার এসআই ফখরুল ইসলাম বলেন, উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রশিক্ষণার্থী উইং কমান্ডার আরিফ মারা গেছেন। এখন উদ্ধার কাজ চলছে।

ঢাকার বঙ্গবন্ধু বিমানঘাঁটি থেকে এফ-৭ জঙ্গি বিমানটি উড্ডয়ন করে। বিমানটি রাশিয়ার তৈরি বলে জানা গেছে।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস জানান, বিমানের পাইলট মারা গেছেন। সেখানে উদ্ধার কাজ চলছে।

আরও পড়ুন: যশোর বিএনপির এমপিপ্রার্থী আবু বকরের লাশ বুড়িগঙ্গা থেকে উদ্ধার

৩০ ডিসেম্বরের আগে ওয়াজ-মাহফিলের নিষেধাজ্ঞা আরোপ করেছে (ইসি)

পুলিশ ও প্রশাসনের ৯২ কর্মকর্তার প্রত্যাহার চেয়ে ইসিকে ঐক্যফ্রন্টের চিঠি

শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব, প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিব: মির্জা ফখরুল

ফেসবুকে লাইক দিন