টঙ্গীর ইজতেমা মাঠের প্রস্তুতি ও অন্যান্য আমল চলছে একদম স্বাভাবিকভাবেই

ইমান২৪ ডেস্ক: ভারতের বিতর্কিত তাবলিগি মুরব্বি মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা যে কোনো মূল্যে ইজতেমা মাঠ দখল এবং আজ ৩০ নভেম্বর (শুক্রবার) থেকে সেখানে ৫ দিনব্যাপী জোড় করার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তা হয়নি।

ইজতেমার মাঠের সর্বশেষ অবস্থা জানতে যোগাযোগ করলে মাঠে অবস্থানরত মাওলানা আবু হুরায়রা বলেন, ‘আল হামদুলিল্লাহ! মাঠের পরিবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ। কোনো ধরনের বিশৃংখলা নেই এখানে। সাথীরা যার যার মতো আমলের সাথে জুড়ে আছেন।’

ইজতেমার মাঠ এখনও তাবলিগি সাথী ও উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। প্রশাসনও উলামায়ে কেরামকে সর্বাত্মক সহযোগিতা করছে।

ইজতেমার মাঠে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধ করতে প্রশাসনের পক্ষ থেকেই পাহারার ব্যবস্থা করতে বলা হয়েছে এবং পুলিশ এই কাজে সহযোগিতা করছেন বলে জানিয়েছেন টঙ্গী মাঠের ব্যবস্থাপনায় থাকা একাধিক সাথী।

উল্লেখ্য, গত এক সপ্তাহ যাবত সাদপন্থীরা সাংবাদিক সম্মেলন করাসহ বিভিন্ন গণমাধ্যমে ৩০ তারিখ মাঠ দখলের হুমকি দিয়ে আসছিলো। তবে সাধারণ সাথীদের দৃঢ়তা ও প্রশাসনের সজাগ সহযোগিতা থাকায় তারা কিছুটা পিছুপা হয়েছে বলেই মনে হচ্ছে।

আ/র/ইমান২৪

ফেসবুকে লাইক দিন