জুম’আর খুতবায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরামর্শ সুদাইসির

ইমান২৪.কম: সৌদিতে আরবে জুম’আর খুতবায় ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য দিয়েছে।

খুতবায় মক্কার গ্রান্ড মসজিদের ইমাম আব্দুল রহমান আল-সুদাইস বলেন, নবীজী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম তার ইহুদি প্রতিবেশির প্রতি সদয় ছিলেন এবং পরবর্তীতে ওই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলো।

ইমাম বলেন, ইসলাম ধর্মে অমুসলিমদের সন্মান ও তাদের সঙ্গে ভাল ব্যবহার করার কথা বলা হয়েছে।

তার বক্তব্য মতে, নবীজী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এক ইহুদী ব্যক্তির পানির বোতল থেকে পানি নিয়ে অযু করেছিলেন এবং মৃত্যুর আগে তিনি তার ঢাল এক ইহুদী ব্যক্তির কাছে বন্ধক রাখেন।

সুদাইসি আরও বলেন, ইসলাম সম্পর্কে ভুল ও মিথ্যা সন্দেহ ও বিশ্বাস ত্রুটিমুক্ত করা প্রয়োজন। এর আগে তিনি বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপের ওপর গুরুত্বারোপ করেছিলেন।

গ্রান্ড মসজিদের ইমামের এ ধরনের বক্তব্যের পর অনেকে এটিকে কৌশলে সৌদি নাগরিকদের কাছে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাব হিসেবে বিবেচনা করছেন।

ফেসবুকে লাইক দিন