জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে পুলিশের ওপর হামলা: স্বরাষ্ট্রমন্ত্রী

ইমান২৪.কম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে প্ল্যান করে লাঠি নিয়ে পুলিশের ওপর হামলা করেছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। পুলিশ জানিয়েছে, হামলায় ২১ জন পুলিশ সদস্য ও দুইজন আনসার সদস্য আহত হয়েছেন। তাদেরকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গাড়ি পোড়ানোর যে আনন্দ, উৎসব আপনারা দেখেছেন। ষড়যন্ত্রমূলকভাবে দেশজুড়ে নির্বাচনের সুন্দর পরিবেশ নষ্ট করতে এবং নির্বাচন বানচাল করতেই সম্পূর্ণ উদ্দেশ্যমূলক এই হামলা চালানো হয়েছে।’ ভিডিও ফুটেজ দেখে যারা গাড়ি পুড়িয়েছে এবং পুলিশের ওপর হামলা করেছে তাদেরকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটনার প্রতিক্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকের এই ঘটনা দেখে স্পষ্ট প্রতীয়মান যে, তারা প্ল্যান করে উদ্দেশ্যমূলকভাবে লাঠি নিয়ে পুলিশের ওপর হামলা করেছে।

গাড়ি পোড়ানোর যে আনন্দ উৎসব তা আপনারা সবাই দেখেছেন। ষড়যন্ত্রমূলকভাবে দেশজুড়ে নির্বাচনের সুন্দর পরিবেশ নষ্ট করতে এবং নির্বাচন বানচাল করতেই সম্পূর্ণ উদ্দেশ্যেমূলক এই হামলা চালানো হয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের পুলিশ সদস্যদের অনেকেই মাথা, পা ও পেটে আঘাতপ্রাপ্ত হয়েছে। গুরুতর আঘাত না হলেও, এর চেয়ে বেশি কিছু হলেই প্রাণহানি ঘটতে পারত। তাদের উদ্দেশ্যই ছিল প্রাণহানি ঘটিয়ে নির্বাচনকে বানচাল করা।’

এ সময় পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি ড. হাসানুল হায়দার, ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) কৃষ্ণ পদ রায়সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দুপুরে বুধবার তৃতীয় দিনের মতো মনোনয়ন ফরম সংগ্রহ করতে নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসতে থাকেন। ওই সময় পুলিশের পক্ষ থেকে দলটির নেতাকর্মীদের সড়ক থেকে চলে যেতে বলা হয়। একপর্যায়ে পুলিশ ব্যর্থ হয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এতে বিএনপির একাধিক নেতাকর্মী আহত হন। পুলিশের ভ্যানে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটে।

আরও পড়ুন: 

ফেসবুকে লাইক দিন