জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ চলছে

ইমান২৪.কম: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ চলছে। বেলা দুইটায় এই সমাবেশ শুরু হয়। জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা এই সমাবেশে যোগ দিয়েছেন।

নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, ভোটের আগে সংসদ ভেঙে দেওয়া এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই সমাবেশ হচ্ছে।

সমাবেশে নবগঠিত ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা উপস্থিত থাকবেন।

দুপুর ১২টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের নেতা-কর্মীরা আসতে শুরু করেন।

প্রথমে গণফোরাম, বিএনপি, নাগরিক ঐক্য ও জাসদ (জেএসডি) নিয়ে এই জোট গঠন করা হয়। এরপর গতকাল সোমবার কৃষক শ্রমিক জনতা লীগ ঐক্যফ্রন্টে যোগ দেয়।

আরও পড়ুন: উত্তপ্ত বাক্যবিনিময় ইসি-ঐক্যফ্রন্ট বৈঠকে!

শেখ হাসিনার সরকারে নির্বাচনে যেতে আপত্তি নেই ঐক্যফ্রন্টের, তবে…

যেসব হেফাজত নেতা প্রধানমন্ত্রীকে দেয়া সংবর্ধনায় আসেননি

জেএসসি পরীক্ষা কেন্দ্র থেকে প্রতিবন্ধী পরীক্ষার্থীকে বের করে দিল শিক্ষকরা

শোকরানা মাহফিলের মোড়কে শাপলা চত্বরের হত্যাকাণ্ড অস্বীকারের আয়োজন: বাবুনগরী

ফেসবুকে লাইক দিন