জরুরি বৈঠকে বসেছেন ঐক্যফ্রন্ট নেতারা
ইমান২৪.কম: নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা শেষে জরুরি বৈঠকে বসেছেন ঐক্যফ্রন্ট নেতারা। সোমবার সন্ধ্যা ৭টার পর বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের রাজধানীর মতিঝিলের চেম্বারে এ বৈঠক শুরু হয়।
মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের জনসভা ও পরের দিন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ নিয়ে আলোচনার জন্য এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।
আজকের বৈঠক থেকে মঙ্গলবারের জনসভার জন্য পরিকল্পনা ও দায়িত্ব বণ্টন করা হবে। এছাড়া সংলাপে চূড়ান্ত কী আলোচনা হবে, তা নিয়ে সিদ্ধান্ত হবে।
ঐক্যফ্রন্টের আজকের বৈঠকে ফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ঐক্যফ্রন্টের নেতা আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মদ মনসুর, মোস্তফা মহসিন মন্টু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও অন্যান্যরা উপস্থিত রয়েছেন।
আরও পড়ুন: উত্তপ্ত বাক্যবিনিময় ইসি-ঐক্যফ্রন্ট বৈঠকে!
শেখ হাসিনার সরকারে নির্বাচনে যেতে আপত্তি নেই ঐক্যফ্রন্টের, তবে…
আদালত চত্বরেই ব্যারিস্টার মইনুলকে ছাত্রলীগের চড়-থাপ্পড়, ডিম ও জুতা নিক্ষেপ
যেসব হেফাজত নেতা প্রধানমন্ত্রীকে দেয়া সংবর্ধনায় আসেননি
টাকা না দিলে তোর বাবাকে ধরে নিয়ে আসব : পুলিশ কনস্টেবল শরিফুল ইসলাম