জব্দ জাটকা পেল মাদ্রাসার এতিমরা, প্রশাসনকে স্বাগত জানালো স্থানীয়রা
ইমান২৪.কম: রাজবাড়ী জেলা শহরের বড় বাজার থেকে ৪ মন (১৬০) কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। এসময় জব্দকৃত সব মাছ জেলা শহরের ৫টি এতিমখানায় বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে মাছ গুলো এতিমখানায় বিতরণ করা হয়। প্রশাসনের এমন উদ্যোগ কে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।
এদিকে মাছ জব্দের পর দুই জেলেকে আটক করে জেল ও জরিমানা করা হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সদর উপজেলার সিলিমপুরের আব্দুল আলিমকে ৭ দিনের জেল ও হরিসভা লক্ষীকোলের আব্দুল আজিজ প্রামাণিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুজ্জামান খান এ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা।
>>০১৫৩৭-৭০৭০৭০ নম্বরে সার্বক্ষণিক পাওয়া যাবে ধর্ম প্রতিমন্ত্রীকে
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের একটি নম্বর ০১৫৩৭-৭০৭০৭০। এ নম্বরটিতে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আবদুল্লাহকে সার্বক্ষণিক পাওয়া যাবে।
সাধারণ জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার জন্য তিনি এ নম্বর নিয়েছেন। হোয়াটস অ্যাপের মাধ্যমে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত যেকোনো অভিযোগ ও ক্ষুদেবার্তা দেয়া যাবে এ নম্বরটিতে।
ধর্ম প্রতিমন্ত্রীর পক্ষে একজন দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা অভিযোগ ও ক্ষুদেবার্তা প্রতিমন্ত্রীকে জানিয়ে উত্তর দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে জবাব পাঠাবেন। ধর্ম মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র মতে জানা যায়, চলতি বছরের হজ মৌসুমে টানা ৪০ থেকে ৫০ দিন বাংলাদেশ ও সৌদি আরবে টেলিটকের এ নম্বরটি সচল থাকবে। হাজিদের যেন কোনো ধরনের ভোগান্তি বা হয়রানির শিকার হতে না হয়, সেজন্য ধর্ম প্রতিমন্ত্রী তাদের সান্নিধ্যে সর্বক্ষণ থাকতে চান।
সূত্র আরও জানায়, ধর্ম মন্ত্রণালয়কে পুরোপুরি ডিজিটালাইজড করতে তথ্যপ্রযুক্তিতে অভিজ্ঞ একজনকে নিযুক্ত করা হয়েছে। ইতোমধ্যেই ধর্ম প্রতিমন্ত্রীর পক্ষে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক (https://www.facebook.com/Alhajadvskmdabdullah) ও টুইটারে (https://twitter.com/advskmdabdulla) অ্যাকাউন্ট খুলে দিয়েছেন।
ধর্ম প্রতিমন্ত্রীর প্রতিদিনের কার্যক্রম সেখানে পোস্ট করা হচ্ছে। ধর্ম মন্ত্রণালয়ের কোনো প্রতিমন্ত্রীর এমন ডিজিটাল প্রচার-প্রচারণা সকলের দৃষ্টি কেড়েছে।
প্রতিমন্ত্রী উদ্যোগী হয়ে বিমানমন্ত্রীর সঙ্গে আলোচনাক্রমে চলতি বছরের হজ মৌসুমে বিমানভাড়া ১০ হাজার কমিয়েছেন। গত বছর পর্যন্ত বিমানভাড়া ছিল ১ লাখ ৩৮ হাজার টাকা। এবার ভাড়া কমিয়ে করা হয়েছে ১ লাখ ২৭ হাজার।
তার উদ্যোগে চলতি বছর তাবলিগের দুই গ্রুপ একসঙ্গে ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে রাজি হয়েছে। সাধারণ মানুষ বলছেন, ইতিবাচক কথাবার্তার কারণে তিনি নবগঠিত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের মধ্যে আলোচনায় রয়েছেন।
আরও পড়ুন: কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিল ঐক্যফ্রন্ট
এখন বিজ্ঞাপন দিয়েও কাজের মানুষ পাওয়া যায় না: সমাজকল্যাণমন্ত্রী
০১৫৩৭-৭০৭০৭০ নম্বরে সার্বক্ষণিক পাওয়া যাবে ধর্ম প্রতিমন্ত্রীকে
দুর্নীতিবাজ রাঘব বোয়ালদের ছেড়ে শিক্ষকদের নিয়ে ব্যস্ত দুদক: হাইকোর্ট
ইজতেমা মাঠের কাজ শুরু, দ্বিধাদ্বন্দ্ব ভুলে ময়দানে শরিক হওয়ার আহ্বান মুরব্বিদের
এখন থেকেপুলিশের বিরুদ্ধেও অভিযোগ করা যাবে সরাসরি, খোলা হয়েছে কমপ্লেইন সেল