জন্মের পর থেকে একদিনের জন্যও ভাত খাননি মোঃ দেলোয়ার
ইমান২৪.কম: জন্মের পর থেকে একদিনের জন্যও ভাত খাননি মোঃ দেলোয়ার হোসেন (৪৫)। মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চড় গড়পাড়া গ্রামে তার বাড়ি। তিনি তিন সন্তানের পিতা। তার বড় ছেলের নাম রবিন, মেঝ ছেলের নাম নবীন, ছোট ছেলের নাম রনি ও একেবারে ছোট মেয়ের নাম পায়েল। বাবা মোঃ রহম আলী ব্যাপারী। মা টগরজান বেগম।
দেলোয়ার জন্মের পর কোনোদিন ভাত খাননি। শুধুমাত্র রুটি আর ফলমূল খেয়েই তিনি বেঁচে আছেন। অন্যসব পুরুষের মত তিনিও সুস্থ স্বাভাবিক জীবন যাপন করছেন।
দেলোয়ারের ভাত না খাওয়ার এ কাহিনী এলাকার লোকের মুখে মুখে। যারা তাকে দেখেনি এক নজর দেখার জন্য ছুটে আসছে। দেলোয়ার পেশায় একজন চা বিক্রেতা। সকাল ৭টার সময় তার দোকান চালু হয়ে চলে রাত ১১টা পর্যন্ত। জেলার বাসট্যান্ড এলাকায় তিনি প্রায় ২৫ বছর যাবৎ চা বিক্রি করে আসছেন।
চরগড়পাড়া গ্রামের নিম্নমধ্যবিত্ত এক পরিবারে দেলোয়ারের জন্ম। তার বাবা একজন কৃষক এবং মা গৃহিনী। চার ভাইয়ের মধ্যে দেলোয়ার সবার বড়। ৯৪ সালের জানুয়ারি মাসে দেলোয়ার বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রী শিউলি বেগম এবং তিন ছেলে ও এক মেয়ে নিয়ে সুখি পরিবার তার। তার পরিবারের তিনিই একমাত্র বিপরীত। অন্য সবাই বাঙ্গালী সব খাবার-দাবারে বিদ্যমান।
দারিদ্র্যের কারনে দেলোয়ারের বেশি লেখাপড়া করা সম্ভব হয়নি। চড়গড়পাড়া আরজুবানু উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাশ করার পর আর লেখাপড়া চালিয়ে যেতে পারেননি দেলোয়ার। সংসারের হাল ধরতে হয় তাকে। বাবাকে সাহায্য করতে তিনি কিছুৃদিন দুধ বিক্রির পেশায় জড়িয়ে পড়েন। সময়ের পরিবর্তে তিনি পেশা পরিবর্তন করে এখন চা বিক্রেতা।
মানিকগঞ্জ বাসট্যান্ডের সিদ্দিক খান সুপার মার্কেটের গেটে তার চায়ের দোকানটি। চায়ের দোকানের আয়েই চলে তার সংসার। সদাহাস্যোজ্জ্বল, বিনয়ী ও সৎ মানুষ হিসেবে দেলোয়ার মানিকগঞ্জ বাস্ট্যানন্ডে একটি পরিচিত মুখ।
দেলোয়ারের মায়ের সঙ্গে কথা বললে জানান, ছোটবেলা থেকেই তার মুখে ভাত দেওয়া হলে বমি করে ফেলে দিত। এরপর দুধের সঙ্গে মিশিয়ে তাকে ভাত খওয়ানোর চেষ্টা করি। কিন্তু তাতেও একই অবস্থা হওয়ায় শেষ পর্যন্ত রুটি খাওয়ানোর অভ্যাস করি। সেই থেকে দেলোয়ার রুটি থেয়েই জীবনধারণ করছে।
আরও পড়ুন: পুলিশ ইসির অধীন, না ইসি কি পুলিশের অধীন?
নির্বাচন করতে পারবেন খালেদা জিয়া : মির্জা ফখরুল
আ. লীগের এমপিও মসজিদের টাকা খেয়ে ফেলেছে: শামীম ওসমান
ড. কামালের গণফোরামে যোগ দিলেন সাবেক ১০ সেনা কর্মকর্তা
গ্রেনেড হামলায় নিহত আ.লীগের অর্থমন্ত্রী এএমএস কিবরিয়ার ছেলে ধানের শীষে নির্বাচন করবেন