জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘেরাও করেছে র্যাব-৬
ইমান২৪.কম: ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের কালোহাটি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) সদস্যরা।
বুধবার ভোর সাড়ে চারটার দিকে র্যাাব সদস্যরা বাড়িটির চারপাশ ঘিরে ফেলে। র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, কিছুক্ষণের মধ্যে বাড়িটিতে অভিযান চালানো হবে।
আরও পড়ুন: অন্য জোটে যাওয়া না-যাওয়া এখনোই উড়িয়ে দেয়া যায় না: এরশাদ