চতুর্মুখী বিপদে ভারত, এবার সাইবার হামলায় দিশেহারা দেশটি! হ্যাকারদের আতঙ্কে অবস্থা খারাপ

ইমান২৪.কম: একদিকে সীমান্ত এলাকায় চলছে চীন-ভারত উত্তেজনা, অন্যদিকে হ্যাকারদের হামলায় জর্জরিত ভারতের অন্তর্জাল দুনিয়া।

ভারতের অভিযোগ, এসব সাইবার হামলার সঙ্গে চীনের সরাসরি যোগসূত্র রয়েছে।

এ ছাড়া এসব হামলার সঙ্গে সরাসরি বা লতায়-পাতায় জড়িত আরো একাধিক দেশের জোট।

ভারতের প্রযুক্তি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

ভারত সরকারের সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারতীয় ওয়েবসাইট ও অনলাইন প্ল্যাটফর্মের ওপর সাইবার হামলা একাধিক দেশ থেকে হলেও,

এদের নির্দেশনা আসছে একটি উৎস থেকে, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

চীন-ভারত সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এসব সাইবার হামলার ঘটনা দিয়ে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছে ভারত।

ফেসবুকে লাইক দিন