চট্টগ্রামে শিবিরের বন্ধ কার্যালয়ে পুলিশের বোমা বিষ্ফোরণ নাটক; সারাদেশে ছাত্রশিবিরের বিক্ষোভ
ইমান২৪.কম: বিতর্কিত পুলিশ কর্মকর্তা মেহেদি হাসানের তত্ত্বাবধানে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর শাখার বন্ধ কার্যালয়ে বোমা বিষ্ফোরণ নাটকের প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবিরের বিভিন্ন শাখা।
বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে শিবির নেতৃবৃন্দ বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে সরকারের নানামুখি ষড়যন্ত্র ও নাটক তত দৃশ্যমান হচ্ছে। সেবাদাস পুলিশ ও দলীয় গণমাধ্যমকে ব্যবহার করে নাটক তৈরীর মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিল করা অবৈধ সরকারের পুরোনো অপকৌশল। তারই বহি:প্রকাশ ঘটেছে চট্টগ্রামে। সেখানে অবৈধ সরকারের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে বিতর্কিত পুলিশ কর্মকর্তা নগর পুলিশের উপকমিশনার মেহেদি হাসানের তত্ত্বাবধানে আবারো বোমা বিষ্ফোরণ নাটক সাজানো হয়েছে।
শনিবার সন্ধ্যায় নগরীর উত্তর শিবির কার্যালয়ে নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মেহেদি হাসানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য শিবির অফিসের আশপাশের সকল রাস্তা বন্ধ করে দেয়। পরে কার্যালয়ে ভাংচুর ও তাণ্ডব চালিয়ে নিজেরাই ফাঁকা গুলি ছুঁড়ে, বোমা ফাটিয়ে, বোমা বিস্ফোরণের মিথ্যা বানোয়াট নাটক সাজিয়েছে।
নিজেরা গুলি ছুড়ে বোমা ফাটিয়ে গণমাধ্যম কর্মীদের ডেকে এনে নাটক মঞ্চস্থ করেছে। একটি বন্ধ অফিসকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পুলিশ এনে নাটক সাজানো বড় কোন ষড়যন্ত্রের অংশ তাতে কোন সন্দেহ নেই। কিন্তু জনগণ এসব নাটক বিশ্বাস করে না। কেননা পুলিশ প্রতিনিয়তই নিরপরাধ ছাত্রদের গ্রেফতার করে বেআইনিভাবে গুম করে রাখছে।
এসব নীতি বিবর্জিত কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে পুলিশ এখন অনাস্থা ও দায়িত্বহীনতার প্রতীকে পরিণত হয়েছে। অন্যদিকে ছাত্রশিবির এদেশের আপামর জনগণকে সাথে নিয়ে দেশ ও জাতির জন্য কাজ করে যাচ্ছে। এসব বস্তাপচা নাটক জনগণ বিশ্বাস করে না।
নেতৃবৃন্দ বলেন, ছাত্রশিবির হামলা মামলা নির্যাতন ষড়যন্ত্র, নাটক পরোয়া করে না। ইতোপূর্বে বহুবার ছাত্রশিবিরের উপর এমন ষড়যন্ত্র চাপিয়ে দেয়া হয়েছে। কিন্তু জাতির সামনে সত্য প্রকাশ হয়েছে। এই নাটকের ষড়যন্ত্রও জাতির সামনে প্রকাশ হয়ে গেছে।
ছাত্রশিবিরের অগ্রযাত্রা কোন দলবাজ নীতিহীন পুলিশ কর্মকর্তার নাটকের সামনে থেমে যাবে না। ছাত্রশিবিরের আদর্শিক পথ চলা গুলি চালিয়ে হত্যা করে, ষড়যন্ত্র করে, নির্যাতনের ষ্টিমরোলার চালিয়ে কেউ থামাতে পারেনি এবং পারবেও না ইনশাআল্লাহ।
আরও পড়ুন: গোপন সুড়ঙ্গ পথ দিয়ে পালালেন শিবিরের নেতা-কর্মীরা
আদালত চত্বরেই ব্যারিস্টার মইনুলকে ছাত্রলীগের চড়-থাপ্পড়, ডিম ও জুতা নিক্ষেপ
খালেদা জিয়াকে প্যারোলে মুক্তির জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পথ খোলা: কাদের
আন্দোলনের পথে বিএনপি; প্রস্তুতি গ্রহণের নির্দেশ হাইকমান্ডের
মহানবীর বিরুদ্ধে কিছু বললে বা কুটুক্তি করলেই ব্যবস্থা নেয়া হবে : প্রধানমন্ত্রী