গ্রামকে শহর করতে প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কথাও ভাবছেন : গৃহায়ন মন্ত্রী
ইমান২৪.কম: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, ‘জাতীয় ঐক্যের ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও যৌন হয়রানির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। যারা আগুন সন্ত্রাস করে এবং উন্নয়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটরিয়ামে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, আমি মন্ত্রী হয়েছি বলে আমার সাজা হবে না, তা কিন্তু হবে না। একজন প্রভাবশালী ব্যক্তি যিনি আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনও দল করেন আর সে কারণে তিনি আইনের ঊর্ধ্বে থাকবেন তা কিন্তু হবে না।
গ্রামকে শহর করতে প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কথাও ভাবছেন বলেও তিনি উল্লেখ করেন।