গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী হাতপাখার প্রার্থী শেখ মারুফ

ইমান২৪.কম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া-কোটালীপাড়া) আসনে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী হয়ে লড়বেন হাতপাখার প্রার্থী ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মাদ মারুফ।

তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে পীর সাহেব চরমোনাই কর্তৃক নির্বাচিত প্রার্থী। হাতপাখা নিয়ে এ আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জানা যায়, ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মদ মারুফ একজন তরুণ প্রকৌশলী। দীর্ঘ দিন থেকেই তিনি ইসলামী আন্দোলনের রাজনীতিতে সক্রিয় ‍ভূমিকা পালন করে আসছেন।

জানা যায়, শেখ মুহাম্মদ মারুফ ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেবকে কথা দিয়েছেন। তিনি বলেছেন, হুজুর চিন্তা করবেন না, শেষ পর্যন্ত আমি লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ। খালি মাঠে কাউকে গোল দিতে দেবো না। আল্লাহ ভরসা।

উল্লেখ্য, শেখ মুহাম্মদ মারুফ ইসলামী যুব আন্দোলনের বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিষয়ক সম্পাদক। তিনি গোপালগঞ্জের সন্তান।

আরও পড়ুন: পুলিশ ইসির অধীন, না ইসি কি পুলিশের অধীন?

তারেকের ভিডিও কনফারেন্স ঠেকাতে স্কাইপি বন্ধ করে দিল বিটিআরসি

ব্রিটিশ হাইকমিশনারের সাথে বৈঠক শেষে যা বললেন ড. কামাল

কওমি শিক্ষার্থীদের চাকরির প্রসঙ্গও থাকছে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারে

গ্রেনেড হামলায় নিহত আ.লীগের অর্থমন্ত্রী এএমএস কিবরিয়ার ছেলে ধানের শীষে নির্বাচন করবেন

ফেসবুকে লাইক দিন