গোপনে ক্লাস করায় ময়মনসিংহে ৩ কোচিং সেন্টার-কিন্ডারগার্টেন সিলগালা
ইমান২৪.কম: সরকারি আদেশ অমান্য করে বাইরে তালা দিয়ে গোপনে ভেতরে ক্লাস পরিচালনা করায় ময়মনসিংহে দু’টি কোচিং সেন্টার ও একটি কিন্ডারগার্টেনকে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান শহরের বাউন্ডারি-নাহার রোডে এসব অভিযান পরিচালনা করেন।
জানা যায়, শহরের বাউন্ডারি রোড এলাকার নাজমুল ইংলিশ একাডেমি ও সিদ্দিক স্যারের বেসিক বাংলা এবং নাহার রোডের মাইলস্টোন কিন্ডারগার্টেনে বাইরে থেকে তালা দিয়ে ভেতরে ক্লাস চলছিল। এসময় সেখানে অভিযান পরিচালনা করে সিলগালা করে দেওয়া হয়।
এসময় নাজমুল ইংলিশ একাডেমির পরিচালক নাজমুল ও সিদ্দিক স্যারের বেসিক বাংলার মালিক আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়।
আরও পড়ুন: থানার দেয়ালে আ.লীগ নেতার মাথা থেঁতলে দিল সন্ত্রাসীরা
চার দিনে দুই ভাগে ইজতেমা, মাও. সা’দপন্থীরা পাবে দুই দিন
‘ধর্ষণ ও নারী নির্যাতন বৃদ্ধির পেছনে ধর্মহীন শিক্ষা ও অশ্লীল সংস্কৃতি দায়ী’
গত এক মাসে ৫২ টি ধর্ষণ, ২২টি গণধর্ষণ এবং ৫টি ধর্ষণের পর হত্যা
৩৩ বছর ধরে এমপিওভুক্ত, ১৪জন শিক্ষক থাকলেও নেই কোনো ছাত্র
এখন থেকেপুলিশের বিরুদ্ধেও অভিযোগ করা যাবে সরাসরি, খোলা হয়েছে কমপ্লেইন সেল