গুম হওয়া আলেমদের দ্রুত ফিরিয়ে দিন : আল্লামা বাবুনগরী
ইমান টোয়েন্টিফোর ডটকম: গুম হওয়া আলেমদের দ্রুত ফিরিয়ে দেয়ার আহবান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।
তিনি বলেন, অামরা লক্ষ্য করছি, দেশের মেধাবী অালেমদের গুম করা হচ্ছে। আটক করা হচ্ছে। বিভিন্ন ভুল ও ঠুনকো অভিযোগে অাইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে রাতের আঁধারে তাদের তুলে নেয়া হচ্ছে। সপ্তাহ মাস বছর পার হলেও তাদের হদীস মিলছে না। অামরা এসব কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অাজকের মাহফিল থেকে গুম ও আটককৃত সকল অালেমদের মুক্তি দেয়ার দাবী জানাচ্ছি
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আল আমিন সংস্থার তাফসীরুল কুরআন মাহফিলে এসব কথা বলেন তিনি।
মাওলানা অানাস মাদানী ও মুহাম্মদ অাহসান উল্লাহর যৌথ সঞ্চালনায় ও হাফেজ তাজুল ইসলাম, মুফতী জসীমুদ্দীন, মাওলানা নোমান ফয়জী ও মাওলানা সোলাইমানের ধারাবাহিক সভাপতিত্বে অনুষ্ঠিত তাফসীর মাহফিলের প্রথম দিবসের কার্যক্রম উদ্বোধন করেন
মাওলানা অাহমদ দীদার কাসেমী।
মাহফিলে অারো অালোচনা করেন, মাওলানা অাব্দুল বাসেত খান সিরাজী, মাওলানা হাসান জামিল, মাওলানা নজরুল ইসলাম কাসেমী, ড. মাওলানা নুরুল অাবছার অাযহারী, মাওলানা মুফতি সিরাজুল্লাহ, মুফতি রাফি বিন মুনীর, মাওলানা আবু সাঈদ প্রমুখ ওলামায়ে কেরাম।
ইমান টোয়েন্টিফোর ডটকম / এস এম