গু’ম হওয়ার পর অবশেষে খো’জ মিলল মুফতী রিজওয়ান রফিকীর

ইমান২৪.কম: গতকাল শুক্রবার (১১অক্টবর) রাত ৮টার দিকে গাজিপুরের নিজ মাদ্রাসা থেকে মুফতী রিজওয়ান রফিকীকে তুলে নেওয়া হয়।

মুহুর্থের ভিরত সোস্যাল মিডিয়ায় খবরটি ভাইরাল হয়ে যায় কিন্তু উনার কোন খো’জ মিলছিলো না, কে বা কারা ধ’রে নিয়েছে কিছুই জানা যাচ্ছিলো না।

পরে মুফতি আব্দুল্লাহ সালেহী ইমান২৪.কমকে জানান, আমরা খো’জ নিচ্ছি, পুলিশের অফিসে কথা বলেছি, তারা আমাদের কিছু জানা’তে পারে নাই।

আজ শনিবার মুফতি আব্দুল্লাহ সালেহীর ফেসবুক পোষ্ট থেকে জানা যায়, মুফতী রিজ’ওয়ান রফিকী ডি বি পুলি’শের হেফাজতে আছে। তিনি নিজে স্বচো’ক্ষে দেখেছি বলে আমাদেরকে জানান।

প্রশঙ্গ, প্রসঙ্গত, মুফতি রিজওয়ান রফিকী বেশ কিছু দিন যাবত বি’ত’র্কিত সংগঠন ‘হি’জবুত তাও’হীদ’-এর বিভি’ন্ন বক্ত’ব্য ও কর্ম’কান্ডের বি’রুদ্ধে ব’ক্তব্য দিয়ে আসছেন।

তার সম’র্থকরা মনে করছেন এর কারনেই তাকে ধরা হতে পারে।

ফেসবুকে লাইক দিন