গুনবীর জীবন আপাতত রক্ষা পেয়েছে!
মুফতি মাহমুদুল হাসান গুনবী গ্রেফতার হওয়ার পর ব্যারিস্টার এম সরোয়ার হোসেন তার ফেসবুকে স্টাটাস দিয়ে বলেন, রাষ্ট্রীয় কোন প্রতিষ্ঠানের নাটক সাজানো বা মিথ্যার আশ্রয় নেওয়াও বড় ধরনের অপরাধ। ডিসফাংসনাল রাষ্ট্রের লক্ষ্মণ। RAB কেন এটা করে? কার প্রশ্রয়ে? কার নির্দেশে, কোন আইনী অধিকারে? আমি নিশ্চিত ভাবে জানি মাহমুদুল হাসান গুনভী ৬/৭/২১ তারিখ থেকে নিখোঁজ।
যারা তাকে তুলে নিয়ে যায়, তারা ৩ টি গাড়িতে করে এসেছিল। ৩ দিন পূর্বে গুনভীর পরিবারকে RAB হেডকোয়ার্টারে ডেকে বলা হয়েছিল যে, ৩ দিন পরে তাকে পাওয়া যাবে। তাকে গ্রেফতার দেখানোর পূর্বে আবার নিউজ করে ক্ষেত্র তৈরী করা হয়।
যারা এটা করে, তারা কি তাদের জন্য ভবিষ্যত অনিরাপদ করছে না? অথচ অপরাধ করলে ৬/৬/২১ তারিখে গ্রেফতার করে, রিমান্ডে নিয়ে তথ্য আদায় করতে পারত। তাও ভাল গুনভীর জীবন আপাতত রক্ষা পেয়েছে। শুরু থেকে তার পরিবারকে আমি আইনী সহায়তা দিয়েছি।
(সোশ্যাল মিডিয়া ক্যাটাগরিতে প্রকাশিত সব লেখা একান্তই লেখকের নিজস্ব মতামত। এর সাথে পত্রিকার কোন সম্পর্ক নেই)