গায়েবি মামলায় মনোনয়ন পাওয়া বিএনপি নেতা খায়রুল কবির খোকন কারাগারে
ইমান২৪.কম: দুটি নাশকতার মামলায় অভিযোগপত্র হওয়ার পর বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা সভাপতি খায়রুল কবির খোকনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার নরসিংদী জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ এর আদালতে হাজির হন খায়রুল কবির খোকন, জেলা যুবদলের আহবায়ক মহসিন হোসেন বিদ্যুৎ ও বিএনপি নেতা আব্দুল কাদের ভুইঁয়া টিটু জামিন আদেন করেন।
শুনানি শেষে আদালত মুহসিন হোসেন বিদ্যুৎ ও আব্দুল কাদের ভূইঁয়া টিটুর জামিন মঞ্জুর করলেও খোকনের আবেদন নাকচ করেন।
খায়রুল কবির খোকন দুইটি মামলায় এজাহারভুক্ত আসামি না হলেও অভিযোগপত্রে তার নাম রয়েছে।
নরসিংদী জেলা বিএনপির সভাপতি খোকন এবার দলের হয়ে নরসিংদী-১ (সদর) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, খায়রুল কবির খোকনসহ কয়েকজন চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নরসিংদী শহরের বানিয়াছল এলাকায় এবং ঘোড়াদিয়া এলাকায় নাশকতার পরিকল্পনা করে গোপন বৈঠক করছিলেন।
ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় দুইটি মামলা করে। বানিয়াছলের ঘটনায় মামলা করে বিস্ফোরক দ্রব্য আইনে এবং ঘোড়াদিয়ার ঘটনায় মামলা করে বিশেষ ক্ষমতা আইনে।
মামলার তদন্ত কর্মকর্তা নরসিংদী সদর মডেল থানার এসআই মনিরুল ইসলাম বলেন, এই দুটি মামলায় খায়রুল কবির খোকনের নাম ছিল না। তবে তদন্তে তার নাম বেরিয়ে আসে।
গত রোববার (২৫ নভেম্বর) খায়রুল কবির খোকনসহ ৩৩ জনের নাম উল্লেখ করে তিনি অভিযোগপত্র দেন বলে জানান।
আরও পড়ুন: জাতীয় পার্টিতে পদত্যাগের হিড়িক; কার্যালয়ে তালা!
ক্ষমতা হারালে কেউ রেহাই পাবেন না বাছাধন: আইনমন্ত্রী
জামায়াতের মধ্যেও অনেক মুক্তিযোদ্ধা আছেন : সংবাদ সম্মেলনে নজরুল
নায়ক ফারুকের ইসলাম বিদ্বেশি বক্তব্যে সমালোচনার ঝড়, অতপর মনোনয়ন বাতিল
সরকারি কর্মকর্তার অনুমতি না পাওয়ায় বন্ধ হলো চন্দনাইশের ইসলামী মহাসম্মেলন
>ইজতেমা মাঠের দখল পেতে মাও. সাদপন্থীদের সংবাদ সম্মেলন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা