গাজীপুরে ২২ হাজার কেজি পলিথিন জব্দ

ইমান২৪.কম: গাজীপুরের পাঁচটি গোডাউনে অভিযান চালিয়ে ২২ হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর। এসময় ওই কারখানাগুলোকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৭ নভেম্বর) দুপুরে পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে গাজীপুরের সরকার বাড়ি এলাকার সামছুল হক ও রফিকুল ইসলাম এবং হাউচপাড়া এলাকার সোহরাব ও লিটনের পাঁচটি গোডাউন থেকে এসব পলিথিন জব্দ করা হয়। এসময় কারখানাগুলোকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদফতরের গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুস সালাম, পরিদর্শক মির্জা আসাদুল কিবরিয়া, মোস্তাফিজুর রহমান (পিয়াস) ও নমুনা সংগ্রহকারী রাসুল ইয়া বারী (কামাল)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ জানান, পলিথিনের বিরূপ প্রতিক্রিয়ায় পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। ইতোমধ্যে পলিথিনের যথেচ্ছ ব্যবহারের ফলে ছোট বড় শহরের অনেক নদীনালা ও ড্রেন বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরির কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট অভিযান অব্যাহত থাকবে।

ইমান২৪.কম: আফগানিস্তানে তালেবানের হামলায় অন্তত ২০ সীমান্তরক্ষী নিহত

প্রধানমন্ত্রীকে ক্ষমতায় ফিরিয়ে আনতে ১৬ ইসলামিক দলের অঙ্গীকার

ফেসবুকে লাইক দিন