গাজা পুনর্গঠনে ১.৪ বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে কাতার
ইমান২৪.কমঃ কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আব্দুর রহমান আল থানি বলেছেন, ২০১২ সাল থেকে এ পর্যন্ত গাজা পুনর্গঠনে ১ দশমিন ৪ বিলিয়ন ডলার খরচ করেছে দোহা।
শুক্রবার (৫ জুন) রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গের অর্থনৈতিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
এছাড়া গত বুধবার (৩ জুন) কাতারের পররাষ্ট্রমন্ত্রী তার টুইটারে বলেন, গাজা পুনর্গঠনে কাতার নতুন করে আরও পাঁচ শ’ মিলিয়ন ডলার দেবে।
তিনি আরও বলেন, যত দিন না ফিলিস্তিনিরা পূর্ণ স্বাধীনতা পাচ্ছে ও যে পর্যন্ত না ফিলিস্তিনিদের সমস্যার সমাধান হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের সাহায্য করে যাব।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সত্যিকার অর্থে শান্তি স্থাপনে কাতার এক বিশ্বাসযোগ্য অংশীদার। কাতার বিশ্বাস করে না যে সঙ্ঘাতের সামরিক সমাধান আছে। যুদ্ধের মাধ্যমে শান্তি স্থাপন সম্ভব নয়।