গাছে ঝুলছিল সাপটি, দেখে ফেলেন মানিক

ইমান২৪.কম: চাঁদপুরের কচুয়া উপজেলার ৩ নম্বর বিতারা ইউনিয়নের উত্তর অভয়পাড়া গ্রামের একটি পুকুর থেকে ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (২ জুন) দুপুরে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১টার দিকে উত্তর অভয়পাড়ার ইসমাইল প্রধানীয়া বাড়ির পাশের পুকুরের পাড়ে গাছের ঢালায় হঠাৎ একটি অজগর সাপ দেখা যায়। ওই গ্রামের মানিক নামের এক যুবক। কিছুটা দুর থেকে সাপটি দেখে কৌতূহলী হয়ে গাছের নিচে যাওয়া মাত্রই সাপটি পাশের পুকুরের পানিতে নেমে পড়ে।

একপর্যায়ে মানিক নামে ওই যুবকের ডাকে সাড়া দিয়ে আশপাশের অনেকেই সেখানে ছুটে যান। কিন্তু পানিতে নেমে পড়ায় উপস্থিত লোকজনের চোখে অদৃশ্য হয়ে যায় অজগর সাপটি।

এ সময় অজগর সাপ ধরার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহযোগিতা চাওয়া হয়।পরে পুকুরে জাল ফেলে এক ঘণ্টার চেষ্টায় ধরা হয় আলোচিত সেই অজগর সাপটি।

কোনও কবরস্থানে ছিল। হঠাৎ সেটি বেরিয়ে লোকালয়ে আসে। তবে পুকুরে জাল ফেলে সাপটিকে উদ্ধার করা হয়েছে। সাপটি ধরার পর দেখতে উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন।

ঢাবি শিক্ষার্থী শরীফুল ইসলাম আরশ বলেন, ‘অজগর সাপ অজপাড়াগাঁয়ে উদ্ধারের বিষয়টি খুবই অদ্ভুত ব্যাপার। যেহেতু এটি রাষ্ট্রীয় সম্পদ তা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। কিন্তু উপজেলা প্রাণিসম্পদ ও বন বিভাগ সাপটি উদ্ধারে কিংবা নিয়ে যাওয়ার বিষয়ে এখনও কোনও সহযোগিতা করেনি।

উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ বলেন, ‘বিষয়টি শুনে আমি তাৎক্ষণিক বন অফিসারকে ফোন করে তার কার্যালয়ের কর্মকর্তা মোস্তফা মিয়াকে ঘটনাস্থলে পাঠিয়েছি। মোস্তফা মিয়া ঘটনাস্থলে পৌঁছে সাপটি জনতার হাত থেকে উদ্ধার করে কচুয়ায় নিয়ে আসে।’

ফেসবুকে লাইক দিন