গরু কিনতে গিয়ে প্রাণ গেল সাদমানের, গায়েব সাথে থাকা ৩৫ লাখ টাকা!
ইমান২৪.কম: যশোর সদরের ধোপাখোলায় ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতাসহ চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন চট্টগ্রামের রাসাম চৌধুরী সাদমান।
রবিবার (২৭ জুন) দুপুরে যশোর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মারা যান সাদমানসহ চার জন। তবে দুর্ঘটনায় নিহত সাদমান ও গুরুতর আহত তার ফুফাতো ভাই সাহাব উদ্দিনের সঙ্গে থাকা গরু কেনার ৩৫ লাখ টাকার হদিস মেলেনি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
নিহতরা হলেন ছাত্রদলের সাবেক আইনবিষয়ক সম্পাদক রাসাম চৌধুরী সাদমান, মো. সৈয়দ, নাঈম ও জনি। আহত হয়েছেন মো. শাহাবুদ্দীন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সাদমানের বাবা ইকবাল চৌধুরী চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য।
তিনি জানান, শনিবার রাতে চট্টগ্রাম থেকে প্রাইভেটকারে করে পাঁচজন যশোরের উদ্দেশ্যে রওনা দেয়। কোরবানির ঈদকে সামনে রেখে গরু কেনার জন্যই তারা যশোর গিয়েছিল। সাদমানের বড় চাচা রফিক চৌধুরী বলেন, কোরবানির গরু কেনার জন্য তারা ৩৫ লাখ টাকা নিয়ে গিয়েছিল। দুর্ঘটনার পর ওই টাকার কোনও হদিস মেলেনি।
পুলিশ বলেছে তারা ঘটনাস্থলে একটি মোবাইলফোন ছাড়া আর কোনও কিছু পায়নি। ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে, এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল বলে জানিয়েছেন তারা। নিহতরা যশোরের সাতমাইলের হাটে গরু কিনতে এসেছিলেন বলে স্থানীয়রা জানান।