গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের সাথে জমির মালিকানা দাবিদারদের সংঘর্ষ; আহত ৭

ইমান২৪.কম: গণস্বাস্থ্য কেন্দ্রের দখলে থাকা জমির মালিকানা দাবি করে জমিতে খুঁটি স্থাপন করতে গেলে গণস্বাস্থ্যের কর্মীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার বিকেলে সাভারের মির্জানগর এলাকায় অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রের ভিতরের পিএইচএ ভবন এলাকায় এ ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী এ ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় আহত হয়েছেন ৭ জন। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা আবদুস সালাম জানান, বিকেলে ‘কটন টেক্সটাইল ক্রাফটস লি.’ এর পক্ষে শতাধিক বহিরাগত সন্ত্রাসীরা লাঠিসোটা নিয়ে পিএইচএ ভবন এলাকায় প্রবেশ করে জমির মালিকানা দাবি করে জমিতে খুঁটি স্থাপন করতে আসে। এসময় গণবিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেলের ছাত্রীরা ও গণস্বাস্থ্যের নারী কর্মীরা বাধা দেয়। ‘কটন টেক্সটাইল ক্রাফটস লি.’ এর লোকজন নারী কর্মীদের উপর হামলা চালাতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ খবর গণস্বাস্থ্য কেন্দ্র ছড়িয়ে পড়লে কর্মকর্তা কর্মচারী ও ছাত্রছাত্রীরা ঘটনাস্থলে ছুটে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় বহিরাগত সন্ত্রাসীদের ইটের আঘাতে গণবিশ্ববিদ্যালয়ের বায়োক্যামিষ্ট্রের ৫ম সেমিস্টারের ছাত্র রাতুল, প্যারামেডিক্যালের ছাত্র আরিফ আহত হন।

গণস্বাস্থ্যের দখলে থাকা জমির মালিকানা দাবি করে মোহাম্মদ আলী ও নাছির উদ্দিন জানান, বিকেল ৪টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনের সামনে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন শেষে ফেরার পথে গণস্বাস্থ্যের একদল সন্ত্রাসী আমাদের লোকজনের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় তারা লোহার রড ও লাঠিসোটা দিয়ে বেধড়ক পিটিয়ে ৫ জনকে গুরুতর আহত করে। আহতরা হলেন. মো. লুৎফর রহমান, রমজান আলী, মিরাজ হোসেন, ফরহাদ আলম ও জাকির হোসেন।

সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমজাদুল হক জানান, জখম অবস্থায় ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। এদের মধ্যে লুৎফর রহমান ও ফরহাদ আলমের অবস্থা আশঙ্কাজনক।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আরও পড়ুন: গোপন সুড়ঙ্গ পথ দিয়ে পালালেন শিবিরের নেতা-কর্মীরা

আদালত চত্বরেই ব্যারিস্টার মইনুলকে ছাত্রলীগের চড়-থাপ্পড়, ডিম ও জুতা নিক্ষেপ

খালেদা জিয়াকে প্যারোলে মুক্তির জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পথ খোলা: কাদের

আন্দোলনের পথে বিএনপি; প্রস্তুতি গ্রহণের নির্দেশ হাইকমান্ডের

মহানবীর বিরুদ্ধে কিছু বললে বা কুটুক্তি করলেই ব্যবস্থা নেয়া হবে : প্রধানমন্ত্রী

ফেসবুকে লাইক দিন