গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে গেলেন বি.চৌধুরী
ইমান২৪.কম: হঠাৎ করেই গণভবনে গেছেন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। মঙ্গলবার রাত ৮টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বি. চৌধুরীকে প্রবেশ করতে দেখা যায়।
দলীয় সূত্র জানিয়েছে, একাদশ সংসদ নির্বাচনে মহাজোটের শরিক হয়ে ভোটে নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করতে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন বি. চৌধুরী।
সম্প্রতি ১৪ দলের সঙ্গে জোটগতভাবে নির্বাচনের ইচ্ছে প্রকাশ করে সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট। তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের পক্ষ থেকে বি.চৌধুরীর জন্য কয়টি আসন বরাদ্দ দেয়া হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি।
ধারণা করা হচ্ছে- এ বিষয়ে আলোচনা করতেই গণভবনে গেছেন বি.চৌধুরী।
২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি হন বদরুদ্দৌজা চৌধুরী। দলীয় কোন্দলে রাষ্ট্রপতি পদ থেকে অপসারিত হয়ে ‘বিকল্পধারা বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন বি.চৌধুরী। এরপর তিনি ঐক্যফ্রন্টের সঙ্গেও কিছুদিন কাজ করেন। অবশেষে বনিবনা না হওয়ায় ঐক্যফ্রন্ট ছেড়ে তিনি এখন মহাজোটের সঙ্গে ভিড়েছেন।
এছারা গতকাল জাতীয় পার্টির নেতারাও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেছেন।
আরও পড়ুন: পুলিশ ইসির অধীন, না ইসি কি পুলিশের অধীন?
তারেকের ভিডিও কনফারেন্স ঠেকাতে স্কাইপি বন্ধ করে দিল বিটিআরসি
ইন্টারনেট ও স্কাইপ বন্ধ করেও ঠেকানো গেল না তারেক রহমানকে
শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব, প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিব: মির্জা ফখরুল
গ্রেনেড হামলায় নিহত আ.লীগের অর্থমন্ত্রী এএমএস কিবরিয়ার ছেলে ধানের শীষে নির্বাচন করবেন