গণভবনের ভিতরে সংলাপ বাহিরে মানববন্ধন

ইমান২৪.কম: আওয়ামী লীগের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ১৪ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধিদের সংলাপ অর্থবহ করার আহ্বান জানিয়ে গণভবনের সামনে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধন করছেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঐক্যফ্রন্টের নেতারা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ঢুকতে শুরু করলে এর সামনে অবস্থান নিতে দেখা যায় ঐক্য প্রক্রিয়ার কিছু নেতাকর্মীকে।

এসময় তাদের হাতে মোমবাতির পাশাপাশি ছিল কিছু প্ল্যাকার্ড, যেখানে বেশ কিছু দাবি-আহ্বান লেখা দেখা যায়। এরমধ্যে ছিল, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই/ বিনা বাধায় আমার ভোট আমি দেবো’, ‘সংবিধান ওহী নয়, জনগণের জন্যই সংবিধান, জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে সংবিধানে সংশোধনী।’

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যে ক’টি রাজনৈতিক দল ও জোট যোগ দিয়েছে, তাদের মধ্যে অন্যতম ঐক্য প্রক্রিয়া। এ জোটের অন্যতম নেতা সুলতান মোহাম্মদ মনসুর।

এদিকে, সন্ধ্যা ৭টার দিকে গণভবনের ব্যাঙ্কুয়েট হলে ১৪ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে সংলাপ শুরু হয়েছে। এতে ক্ষমতাসীন জোটের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐক্যফ্রন্টের নেতৃত্বে আছেন ড. কামাল হোসেন।

আরও পড়ুন: বিএনপির নেতৃত্ব হারাবেন খালেদা-তারেক!

৭ দিনের মধ্যে ধূলোর মতো সব উড়ে যাবে : মান্না

খালেদা জিয়াকে কারাগারে রেখে সংলাপ ফলপ্রসূ হবে না: মির্জা ফখরুল

অন্যান্য দলগুলোর সঙ্গেও সংলাপে বসতে রাজি প্রধানমন্ত্রী: কাদের

ফেসবুকে লাইক দিন