খৃষ্টান ধর্মপ্রচারক ও ইসরাইলপন্থীদের সঙ্গে সৌদিতে প্রিন্স সালমানের বৈঠক

ইমান২৪.কম: ইসরাইলের ঘনিষ্ট ও যুক্তরাষ্ট্রের খৃষ্টান ধর্মপ্রচারকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

আল-জাজিরার খবরে বলা হয়, প্রতিনিধি দলে যেসব ব্যাক্তি ছিলেন তাদের মধ্যে রয়েছে, মার্কিন বংশদ্ভুত ইসরাইলি লেখক ও ইসরাইলভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা জাশুয়া’র পরিচালক জোয়েল সি. রোজেনবার্গ। এছাড়া আরো ছিলেন, ফ্রেন্ড অব যায়ন জাদুঘরের প্রতিষ্ঠাতা মাইক ইভান।

রিয়াদ ও তেল আবিবের মধ্যে সম্পর্ক বেড়ে চলার ভেতরেই বৃহস্পতিবার প্রিন্স সালমানের সঙ্গে খ্রিস্টান প্রতিনিধিদলটি সাক্ষাৎ করে। মূলত, সৌদি আরবের রক্ষণশীল ভাবমূর্তি থেকে বেড়িয়ে আসার প্রচেস্টা হিসেবেই এ বৈঠক আয়োজন করা হয়েছে।

বৈঠকে দুই পক্ষ ইসরাইল, ফিলিস্তিন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে এক বিবৃতিতে প্রতিনিধিদলটি জানায়, দুই মাস আগে ক্রাউন প্রিন্স আমাদের রিয়াদ সফরের আমন্ত্রণ জানানোয় আমরা সন্তুষ্টি প্রকাশ করছি। কোনো প্রশ্ন ছাড়াই বলা যায় যে, মধ্যপ্রাচ্যে চমৎকার কিছু পরিবর্তন আসছে।

এছাড়া, আরব গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও সরাসরি প্রশ্ন করার সুযোগ দেয়ার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরও পড়ুন: সংলাপে সন্তুষ্ট নই: ফখরুল

সংলাপে প্রধানমন্ত্রীকে যা বলেছেন ড. কামাল

৭ দিনের মধ্যে ধূলোর মতো সব উড়ে যাবে : মান্না

সংলাপে বিশেষ সমাধান পাইনি -ড. কামাল, ৭ দফার আন্দোলন চলবে: রব

তৃতীয় দিনেও উত্তাল পাকিস্তান, আন্দোলনকারীদের প্রতি ইমরান খানের হুঁশিয়ারি

ফেসবুকে লাইক দিন