সংসদে দাঁড়িয়ে ওসামা বিন লাদেনকে ‘শহীদ’ বললেন ইমরান খান
ইমান২৪.কম: আল কা’য়েদা নেতা ওসামা বিন লাদেনকে ফের শহীদ বলে সম্বো’ধন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে ইমরান বলেন, অ্যাবোটাবাদে ঢুকে মার্কিন সেনা ওসামাকে হত্যা করেছে। যার ফলে অস্ব’স্তির মুখে পড়েছিল পাক সরকার। খবর আনন্দবাজার পত্রিকার।
ন্যাশনাল অ্যাসেম্বলিতে নিজের ভাষণে ইমরান বলেন, ‘আমরা খুবই বিব্রতবোধ করেছিলাম, যখন মার্কিন সেনাবাহিনী (পাকিস্তানে) ঢুকেছিল এবং ওসামা বিন লাদেনকে অ্যাবোটাবাদে হত্যা করেছিল… তাকে শহিদ করে।’ অবশ্য এই প্রথম নয়, এর আগেও ওসামাকে শহীদ বলে আখ্যা দিয়েছিলেন ইমরান খান।
প্রধানমন্ত্রী হওয়ার আগে ওসামাকে জঙ্গি বলে সম্বোধন করতে অস্বীকার করেছিলেন তিনি।
ওসামার বিরুদ্ধে মার্কিন অভিযান নিয়ে এর আগেও মুখ খুলেছিলেন ইমরান।
গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে ইমরান জানিয়েছিলেন, অ্যাবোটাবাদে ওসামার উপস্থিতির খবর মার্কিন গোয়েন্দাদের জানিয়েছিল পাকিস্তান।
ইমরানের মতে, পাকিস্তান সরকারকে পুরোপুরি অন্ধকারে রেখে ওসামার বিরুদ্ধে মার্কিন সেনার সেই গোপন অভিযান চালানো উচিত হয়নি। সুত্র: যুগান্তর