খাশোগি হত্যায় ৫ জনকে মৃত্যুদণ্ড দেয়ার সুপারিশ
ইমান২৪.কম: সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যায় অভিযুক্ত ৫ জনকে মৃত্যুদণ্ড দেয়ার সুপারিশ করেছে সৌদি আরবের প্রধান প্রসিকিউটর সৌদ আল মুজিব। বৃহস্পতিবার রিয়াদে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বিবিসি, সিএনএন। সৌদি কর্মকর্তারা এখন বলছেন, খাশোগিকে হত্যার তিন দিন আগে গত ২৯ সেপ্টেম্বর পরিকল্পনা করে খুনিরা। এরপর ২ অক্টোবর তুরস্কের সৌদি কনস্যুলেটের ভেতরে তাকে হত্যা করা হয়।
সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন অফিস জানায়, এ ঘটনায় মোট ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে। এরমধ্যে হত্যাকাণ্ডের আদেশ ও বাস্তবায়নে সরাসরি জড়িত ৫ জন সর্বোচ্চ শাস্তির মুখোমুখী হতে যাচ্ছে। কর্মকর্তাদের দাবি, সৌদির সাবেক উপ-গোয়েন্দা প্রধান আহমেদ আল-আসিরি খাশোগিকে সৌদিতে ফেরত পাঠানোর ব্যবস্থা করার আদেশ দেন। এছাড়া তিনি ১৫ জনের একটি দল গঠন করেন। সৌদির প্রধান প্রসিকিউটর সৌদ আল মুজিব বলেন, এই দলটি সমঝোতা দল, গোয়েন্দা দল ও আইনগত দলে ভাগ হয়ে যায়।
এরমধ্যে সমঝোতা দলটি হত্যাকাণ্ডের আদেশ দেয়। তুর্কি বাগদত্তার সাথে বিয়ের প্রয়োজনীয় কাগজ-পত্র আনতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি। শুরুতে অস্বীকার করলেও ১৯ অক্টোবর সৌদি জানায়, তুরস্কের ইস্তাম্বুল কসন্যুলেটে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে খাশোগির মৃত্যু হয়। এর দুদিন পরই খাসোগিকে হত্যা করা হয়েছে বলেও স্বীকার করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।