খালেদা জিয়াকে প্যারোলে মুক্তির জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পথ খোলা: কাদের

ইমান২৪.কম: খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্যারোলে মুক্তির জন্য বিএনপি নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন। আলোচনার পথ খোলা আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, এর আগে প্রায় ৩০ মামলায় বেগম জিয়া জামিন পেয়েছেন। আর যে মামলায় রায় হয়েছে সে মামলা আমরা করিনি, রায়ও আমরা দিইনি। তাই রায়ের বিষয়ে তারা আইনিভাবে আদালতে এগুতে পারে। এটা পুরোটাই আদালতের বিষয়।

আরও পড়ুন: শেখ হাসিনাকে ‘কওমী জননী’ উপাধি দিলেন আলেমরা

কেটে টুকরা টুকরা করে অ্যাসিডে গলিয়ে দেওয়া হয় খাসোগির লাশ!

নিরপেক্ষ আচরণ করলে এই সরকারের অধীনে নির্বাচনে যেতে আমাদের আপত্তি নেই: বি চৌধুরী

গোপন সুড়ঙ্গ পথ দিয়ে পালালেন শিবিরের নেতা-কর্মীরা

আন্দোলনের পথে বিএনপি; প্রস্তুতি গ্রহণের নির্দেশ হাইকমান্ডের

ফেসবুকে লাইক দিন