খালেদা ও তারেক ছাড়া বিএনপি নির্বাচন করতে পারবে না
ইমান২৪.কম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরী বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান যদি দলের বাইরে থেকে যায়, তাহলে দলের প্রধান হুমকি হচ্ছে তারা নির্বাচন করতে পারবে না। গতকাল বৃহস্পতিবার বিবিসির সঙ্গে সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিএনপি বা জাতীয় পার্টি যে দলই বলেননা কেন সব দলই কোন প্রধান একজনকে ঘিরে আবর্তিত। খালেদা জিয়া বা তারেক রহমান যদি দলে না থাকেন তাহলে তাদেরকে ছাড়া দলের মধ্যে প্রধান নেতৃত্ব তৈরী হওয়ারও কোন সুযোগ নেই।
এমন সুযোগ তৈরী হওয়ার নজির বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নেই, বরং দলটির সংঘবদ্ধভাবে চলার ক্ষেত্রে সমস্যার মুখে পড়বে। মামলা মোকদ্দমাসহ বিভিন্ন কাজ এখনও করা সম্ভব হচ্ছে সংঘবদ্ধ থাকার কারনেই। যদি খালেদা জিয়া ও তারেক রহমান একেবারেই না থাকেন তবে দলের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হবে।
আরও পড়ুন: বিএনপির সভা-সমাবেশ উন্মুক্ত করে দেয়া হয়েছে : নৌপরিবহন মন্ত্রী