২১ সালের মধ্যে ভারত থেকে ইসলাম মুছে দিবো: রাজেশ্বর সিং

ইমান২৪.কম: ভারত থেকে সব মুসলিম ও খ্রিস্টানরা সম্পূর্ণ মুছে যাবে। ভারতের উত্তর প্রদেশের ধর্ম জাগরণ সমিতির প্রধান রাজেশ্বর সিং এ মন্তব্য করেন।

আমরা সিদ্ধান্ত নিয়েছি ইসলাম এবং খ্রিস্টান ভারত থেকে ২০২১ সালের মধ্যে মুছে দেব। এটা আমাদের প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা আমাদের এই নীতি আমার সহকর্মীরা করেছেন।

রাজেশ্বর সিং দাবি করেছেন, তার দলের সরকার ভারত থেকে ২০০ মিলিয়ন মুসলিম এবং ২৮ মিলিয়ন খ্রিস্টান বিদায় করে দেবে। এর আগেও রাজেশ্বর দাবি করেছিলেন, আমাদের লক্ষ্য ভারতকে ২০২১ সালের মধ্যে হিন্দু রাষ্ট্র তৈরি করা।

মুসলিম এবং খ্রিস্টানদের কারো এই দেশে থাকার অধিকার নেই। তাই হয় তাদের ধর্মা’ন্তরিত হতে হবে নয়তো এ দেশ ছেড়ে পালাতে হবে।

লাভ জে’হাদ বা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নিয়ে আগেও উ’স্কা’নিমূলক মন্তব্যের জন্য পরিচিত রাজেশ্বর ২০১৮ সালে আরএসএস এর ‘‌ঘর ওয়াপসি’‌ নীতির জন্য অ’ভিযুক্ত হয়েছিলেন।

তার বি’রুদ্ধে অ’ভিযোগ রয়েছে, তিনি জোর করে মুসলিম এবং খ্রিস্টাননদের হিন্দু ধর্মে ধর্মা’ন্তরিত করেছেন।

মানুষের মনে উষ্মা জন্মানোর ই’ঙ্গিত পেয়ে রাজেশ্বরকে তার যাবতীয় দায়িত্ব থেকে নিষ্কৃতি দিয়ে তাকে অ’নির্দিষ্ট’কালীন অসু’স্থতার ছুটিতে পাঠিয়ে দিয়েছিল আরএসএস।‌‌

ফেসবুকে লাইক দিন