কেন্দ্রের বাইরে খাতা নিয়ে দোকানে বসে উত্তর লিখলো পরীক্ষার্থী (ভিডিও ভাইরাল)

ইমান২৪.কম: কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় চলমান আলীম (এইচএসসি) পরীক্ষার সময় এক ছাত্র পরীক্ষা কেন্দ্রের বাহিরে খাতা নিয়ে পরীক্ষা দিয়েছে। বৃহস্পতিবার শুশুন্ডা আলীম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরীক্ষার্থীর নাম হাবীবুল হক। তার পরীক্ষা দেওয়ার সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এতে সাধারণ পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জাানা যায়, পরীক্ষা চলাকালে ছাত্র হাবীবুল হক শুশুন্ডা আলীম মাদ্রাসা কেন্দ্রের পার্শ্ববর্তী একটি দোকানে পরীক্ষার খাতা নিয়ে লিখছিলো। এ সময় অন্য একজন মোবাইল ফোনে এ দৃশ্য ধারণ করে। পরে এ দৃশ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে।

এ বিষয়ে শুশুন্ডা আলীম মাদ্রাসা সুপার ও কেন্দ্র সচিব মো. গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

উপজেলা মাধ্যামক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। বিষয়টির ব্যাপারে খোঁজ নিচ্ছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়ম সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হয়েছে।’

আরও পড়ুন: সোনাগাজীতে আবারও আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা

নবীজিকে অমুসলিম বলল আরও এক বেদআতী বক্তা

শিক্ষা কর্মকর্তাকে খুশি করতে স্কুলছাত্রীদের দিয়ে গভীর রাতে নাচের আয়োজন

কোনো অজুহাত তৈরি করে আলেমদের বয়ান নিয়ন্ত্রণ করা যাবে না : আল্লামা শফী

ফেসবুকে লাইক দিন