কুড়িগ্রামে বন্যার্তদের পাশে ত্রান নিয়ে হাফেজ্জী হুজুর সেবা সংস্থা

ইমান২৪.কম: হাফেজ্জী হুজুর সেবা সংস্থার উদ্যোগে কুড়িগ্রাম চিলমারীতে অসহায় বন্যার্তদের মাঝে ত্রাণ ও সেখানকার বন্যায় ক্ষতিগ্রস্থ মাদরাসাগুলো মেরামতের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।

আজ রবিবার (৪ আগষ্ট) কুড়িগ্রামের উলিপুর, চিলমারী বুড়াবুড়ি বাজার সহ আরো বেশ কয়েকটি স্থানে যেয়ে সংস্থাটি ত্রাণ ও নগদ অর্থ প্রদান করে।

হাফেজ্জী হুজুর সেবা সংস্থা থেকে জানা যায়, চিলমারীতে ত্রাণ বিতরণে জনপ্রতি এক এক জনকে:- পোলাওর চাল ১ কেজি, ভাতের চাউল ২ কেজি, চিনি ৫০০ গ্রাম, লাচ্ছা সেমাই ১ প্যাকেট, লবন ১ কেজি, সোয়াবিন তেল ১ লিটার, পেয়াজ ১ কেজি, রসুন ২০০ গ্রাম, উইল পাউডার ৫০০ গ্রাম, সাবান ১ টি, আলু সোয়া কেজি। মোট ১১টি আইটেম ও নগদ জনপ্রতি ৫০০ টাকা করে হাদিয়া দেওয়া হয়।

চিলমারী যাওয়ার পথে খ্রীষ্টান মিশনারিজ অধ্যুষিত এলাকা উলিপুর তেঁতুলতলা মাদরাসার ভাঙ্গা টিউবয়েলটির জায়গায় একটি নতুন টিউবয়েল কেনার জন্য হাদিয়া প্রদান করা হয়। বন্যার আঘাতে কুড়িগ্রামের বিভিন্ন ক্ষতিগ্রস্থ ৫টি কওমী মাদরাসার মুহাতামিমদের সংস্থার পক্ষ থেকে আর্থিক সহযোগীতা করা হয়।

মোহাম্মাদ রাজ ফেসবুক স্টাটাসে বলেন, চিলমারী থানাহাট মদিনাতুল উলম মাদরাসায় আশ্রয় নেওয়া প্রায় শতাধিক বানবাসীদের সংস্থার পক্ষ থেকে আমরা জনপ্রতি ৫০০ টাকা করে হাদিয়া দেই। চিলমারী নগদ অর্থ বিতরণের পর আমরা যাই উলিপুর, কুড়িগ্রাম, বুড়াবুড়ি বাজার। এটি বাংলাদেশ, ভারত বর্ডারের কাছাকাছি একটি প্রত্যন্ত অঞ্চল। যতটুকু শুনলাম আমাদের আগে এখানে কেউ ত্রাণ নিয়ে আসেননি। সংস্থার পক্ষ থেকে আমরা এখানে প্রায় শতাধিক বানবাসীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেই।

সংস্থাটি জানিয়েছে আগামী বুধবার (৭ আগষ্ট) মানিকগঞ্জ, দৌলতপুরে বন্যার্তদের সাহায্যে ১ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

উল্লেখ্য, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ বছর বন্যায় সারাদেশে ১৬৩টি উপজেলা প্লাবিত হয়। বন্যার পানি কুড়িগ্রামে ছিল ১৪ দিন ধরে। সামগ্রিকভাবে এই বন্যায় তিন লাখ মানুষ ঘরবাড়ি ছাড়া হলেও শুধু কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় ঘরবাড়ি ছাড়া হয়েছে ৭০ হাজার মানুষ।

ইমান২৪/এ/আর

কওমী মাদরাসার উন্নয়নের জন্য সংস্থার পক্ষ থেকে আর্থিক সহযোগীতা দেওয়ার সময়

খ্রীষ্টান মিশনারিজ অধ্যুষিত এলাকা উলিপুর তেঁতুলতলা মাদরাসার ভাঙ্গা টিউবয়েলটির জায়গায় একটি নতুন টিউবয়েল কেনার জন্য হাদিয়া প্রদান করার সময়

Image may contain: 7 people, people standing and outdoor

ফেসবুকে লাইক দিন