কুরআনুল কারীমের নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট
ইমান২৪.কম: সবাইকে কুরআনুল কারীমের নির্দেশ মেনে কাজ করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি।
তিনি বলেন, দেশে সাম্প্রতিক মাজহাবগত দ্বন্দ্ব ও উত্তেজনার পেছনে বাইরের হস্তক্ষেপ ছিল।
পাকিস্তানের সব মাজহাব ভিত্তিক দল ও সংগঠনের উচিত ঐক্যের লক্ষ্যে কাজ করা। অনৈক্য ও বিভেদ এড়িয়ে চলা।
সবাইকে কুরআনুল কারীমের নির্দেশ মেনে কাজ করার আহ্বান জানাচ্ছি। পাক প্রেসিডেন্ট বলেন, ইসলামের শত্রুদের নানা অপকর্মের ইতিহাস আমাদের জানা।
ইসলামের শত্রুরা নিজেদের স্বার্থে মুসলমানদেরকে এবং মুসলিম দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে উসকানি দেয়।
ইরান-ইরাক যুদ্ধে আমরা দেখেছি বিশ্বের শক্তিধর দেশগুলো তাদের অস্ত্র বিক্রির জন্য উসকে দিয়েছিল।
এ সময় তিনি কাশ্মীর ও ফিলিস্তিন সমস্যা সমাধানে জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, জাতিসংঘের উচিৎ আন্তর্জাতিক আইন ও নীতিমালা অনুযায়ী সমস্যার সমাধান করা।