পাকিস্থানের স্টক এক্সচেঞ্জে ভয়াবহ হামলায় নিহত ৬, এখনও দায় শিকার করেনি কেউ

ইমান২৪.কম: করাচিতে একটি স্টক এক্সচেঞ্জ ভবনে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত।

এতে এখন পর্যন্ত ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খবরে বলা হয়েছে, করাচিতে স্টক একচেঞ্জের ভবনে সোমবার এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও রেঞ্জার্স ঘটনাস্থলে পৌঁছেছে এবং পুরো এলাকা ঘিরে রেখেছে। পুলিশ জানিয়েছে, চার জন হামলাকারী নিহত হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়েছে, গ্রেনেড ও বন্দুক নিয়ে স্টক একচেঞ্জের ভবনে হামলা চালায় সন্ত্রাসীরা।

ভবনটি উচ্চ-সুরক্ষিত এলাকায় এবং ভবনে অনেক প্রাইভেট ব্যাংকের প্রধান অফিস।

করাচি পুলিশের প্রধান ঘুলাম নবী মেমন রয়টার্সকে বলেন, চার হামলাকারী নিহত হয়েছে, তারা করোলা কারে করে আসে।

ফেসবুকে লাইক দিন