‘কানাডা, অস্ট্রেলিয়ায় দুদকের অফিস খুললে দেখা যাবে কে কত টাকা নিয়েছে’

ইমান২৪.কম: দেশের মানুষের কষ্টার্জিত টাকা বিদেশে পাচার প্রসঙ্গে জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, দুদকের একটি অফিস কানাডায়, মালয়েশিয়ায়, অস্ট্রেলিয়ায় করুন। তাহলে দেখা যাবে কে কত টাকা নিয়েছে।

সোমবার (৭ জুন) সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এক ব্যাংকের পরিচালক আরেক ব্যাংকের টাকা নিচ্ছে। টাকা নিয়ে হুন্ডির মাধ্যমে বিদেশ পাঠাচ্ছে।

তিনি আরও বলেন, পিকে (প্রশান্ত কুমার) হালদার এত টাকা নিল! নয় মিনিটের জন্য পিকে হালদারকে ধরতে পারেনি। তাহলে নয় ঘণ্টা আগে ধরতে পারলেন না কেন?

এরপরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, কারা টাকা নিয়ে যায়, লিস্ট আমার কাছে নেই। নামগুলো আমাদের দেন। কাজটি করা আমাদের জন্য সহজ হবে।

ফেসবুকে লাইক দিন