করোনা ‘পজিটিভ’ এমপি মোকাব্বিরের, অংশ নিয়েছিলেন বাজেট অধিবেশনে

ইমান২৪.কম: করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছেন গণফোরামের দলীয় সংসদ সদস্য মোকাব্বির খান। তার এপিএস জুবের খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে রিপোর্ট এসেছে, সেখানে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন। ওনার শ্বাসকষ্ট কমেছে। সবার কাছে দোয়া চেয়েছেন।’

জুবের আরও জানান, ‘বর্তমানে সিএমএইচে জরুরি বিভাগে ভর্তি মোকাব্বির খানকে শিগগিরই কেবিনে নেওয়া হবে।’ শ্বাসকষ্ট নিয়ে সোমবার (১৫ জুন) দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন মোকাব্বির খান।

মোকাব্বির খান গত ১০ জুন বাজেট অধিবেশন শুরুর দিন সংসদের বৈঠকে যোগ দিয়েছিলেন।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত হন তিনি। তিনি জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থনে নির্বাচন করেছিলেন।

এখন পর্যন্ত ১১ জন সংসদ সদস্য করোনা আক্রান্ত হন। এরমধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, নওগাঁ-২ আসনের শহীদুজ্জামান সরকার, চট্টগ্রাম-৬ আসনের এ বি এম ফজলে করিম চৌধুরী, যশোর-৪ আসনের রণজিৎ কুমার রায়,

জামালপুর-২ আসনের ফরিদুল হক খান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের এবাদুল করিম, চট্টগ্রাম-৮ আসনের মোসলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমান চৌধুরী, সিরাজগঞ্জ-১ আসনের মোহাম্মদ নাসিম (মারা গেছেন)।

মোকাব্বির খান ছাড়া আক্রান্ত সবাই আওয়ামী লীগ দলীয় এমপি। এছাড়াও টেকনোক্র্যাট কোটার প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

ফেসবুকে লাইক দিন