করোনার এই কঠিন সময়ে শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান কাদেরের
ইমান২৪.কম: করোনা ভাইরাসের এই দুঃসময়ে সংকটের সাহসী নেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে তার সরকারি বাসভবনে বিফ্রিংকালে তিনি একথা জানান।
ওবায়দুল বলেন, ভালো থাকার মূলে সচেতনতা ও রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে হবে।
এ মহামারিতে নিজের জন্য নিজে সচেতন না হলে কেউ পথ দেখাতে পারবে না।
সংক্রমণ না লুকিয়ে সাথে সাথে নিজ উদ্যোগে টেস্ট ও আইসোলেশনে থাকার পরামর্শ দেন ওবায়দুল কাদের।
জাতীয় নেতা মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো: আব্দুল্লাহ, সাবেক মেয়র বদর উদ্দীন আহমদসহ অনেক নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেন তিনি। সুত্র: জমুনা টিভি