করোনাভাইরাসে আক্রান্ত খালেদা জিয়া
ইমান২৪.কম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
করোনা সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় বাড়তি সতর্কতা হিসেবে শনিবার বিকাল ৩টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় নমুনা দেন খালেদা জিয়া।
আজ রোববার তার রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্টটি যুগান্তরের হাতে এসে পৌঁছেছে।
তবে খালেদা জিয়ার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি তার পরিবার জানেন না।
বিএনপি চেয়ারপারসনের ভাগনে ও ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন যুগান্তরকে বলেন, খালেদা জিয়ার করোনা আক্রান্ত খবর ভিত্তিহীন ও মিথ্যা।