আমেরিকার দেওয়া সন্ত্রাসবাদ বিষয়ক প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে পাকিস্তান

ইমান২৪.কম: স’ন্ত্রাসবাদবিষয়ক ২০১৯ সালের মার্কিন বা’র্ষিক প্রতিবেদন প্রত্যাখ্যান করে ইসলা’মাবাদ একে স’ন্ত্রাসপ্ররোধ ও সন্ত্রাসে অর্থায়নে পাকিস্তানের প্রয়াসের সাথে সাংঘর্ষিক ও নির্বাচিত হিসেবে অভিহিত করেছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের ওই প্রতিবেদনে অভিযোগ করা হয, পাকিস্তান এখনো নির্দিষ্ট কিছু আঞ্চলিক সন্ত্রাসী গ্রুপের জন্য নিরাপদ স্বর্গ হিসেবে বহাল রয়েছে।

এতে বলা হয়, আফগান তালেবান, হাক্কানি নেটওয়ার্কসহ আফগানিস্তানকে ও সেই সাথে লস্কর-ই-তৈয়বাসহ ভারতকে টার্গেট করা কয়েকটি গ্রুপকে অনুমোদন করছে পাকিস্তান।

প্রতিবেদনে আরো বলা হয়, ২০১৯ সালে পাকিস্তান সন্ত্রাসে অর্থায়ন সীমিত করতে কিছু পদক্ষেপ গ্রহণ করে।

কিন্তু ভারত ও আফগানিস্তানকে টার্গেট করা গ্রু’পগুলোর বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে এখনো বিরত রয়েছে পাকিস্তান।

এর ফলে এসব গ্রুপের সক্ষমতা হ্রাস পায়নি। পাকিস্তানের পররাষ্ট্র দফতর এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।

পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আফগান তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২৯ ফেব্রয়ারি শান্তিচুক্তি সইয়ে পাকিস্তানের ইতিবা’চক ভূমিকাকে এড়িয়ে গেছে যু’ক্তরাষ্ট্র।

পাকিস্তানের পররা’ষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দফতরের বার্ষি’ক প্রতিবেদনে তারা হতাশ। এতে বলা হয়, পাকিস্তান তার দায়িত্ব সম্পর্কে পুরোপুরি সচেতন রয়েছে।

ফেসবুকে লাইক দিন