করোনায় আক্রান্ত রামমন্দির মামলার রায় দেওয়া সেই বিচারপতি
ইমান২৪.কম: রাম মন্দিরের ভূমি পূজা শুরুর কয়েক ঘণ্টা আগেই ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের করোনা আক্রান্ত হওয়ার খবর এল।
রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন প্রধান বিচারপতি গগৈ নিজেই এই খবরের সত্যতা স্বীকার করেছেন। রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চই অযোধ্যা মামলার রায় দিয়েছিলেন।
এবার সেই রাম মন্দিরের ভূমি পূজা বা প্রতিষ্ঠা দিবসেই করোনাভাইরাসে আক্রান্ত হলেন মামলার রায় দানকারী সুপ্রিম কোর্টের ওই প্রাক্তন প্রধান বিচারপতি।
২০১৯ সালের ৯ নভেম্বর তার নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চই রাম মন্দির মামলার ঐতিহাসিক রায় দিয়েছিল।
এমন একটি দিনে প্রাক্তন প্রধান বিচারপতি গগৈয়ের করোনা আক্রান্ত হওয়ার খবর এল যেদিন রাম মন্দিরের ভূমি পূজার অনুষ্ঠান।
প্রধান বিচারপতির পদ থকে অবসর গ্রহণের পর রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ হন রঞ্জন গগৈ।
বিরোধীরা গগৈয়ের সাংসদ পদে বসার বিষয়টিকে রাম মন্দির মামলার রায় দানের ‘পুরস্কার’ হিসেবে বর্ণনা করেন।